আমাদের কথা খুঁজে নিন

   

মানুষ জাগবে ফের, পূনরায় জাগবে মানুষ...............

আমি কইলাম মরিনাই; বুকের আগুনও নেভে নাই, কসম ক্ষুধিরামের। খালি কয়দিন ধইরা কর্পোরেট ভন্ডামিতে ডুইবা আছি আপাদমস্তক! কমরেড, মিছিল আইলে একটা টোকা দিয়া যাইয়েন।

গতকাল রাত্তিরে এক খানি ব্লগ লিখিয়াছিলাম একজন বিশ্বাসী ব্লগারের আকুতি শীরোনামে। দু এক জন আশংকা প্রকাশ করিয়াছিল আমার দিন শেষ। কি আর করিব, আমি নিতান্তই গন্ডমূর্খ মনুষ্য প্রানী, তাই চুপচাপ থাকা নেহায়েত-ই আমর জন্য দুষ্কর।

যে গন জোয়ার দেখিয়াছিলাম এই সা.হো.ইন-এ তাহা হঠাৎ করিয়াই থামিয়া গিয়াছে। কেহই জেন তাহার চারিত্রিক সার্টিফিকেট খানা হাড়াইতে রাজি নহে। বুঝিতে পারিতেছিনা এইখানেও কি জরুরী আইন জারি হইল কিনা। আবারো বলিতেছি আমি নেহায়েত-ই মূর্খ মানুষ। হু, নিজেকে এখন অবধি মানুষ বলিয়া ভাবি, তাই যে কোন রাজাকার মনস্ক জামাত শিবিরের ব্লগারের মতন আমিও একই রকম "বিশ্বাসী" হিসাবে পরিচয় পাইতে রাজি নই।

আমি সসম্মানে আমার "বিশ্বাসী" চরিত্র খানি বিসর্জন দিতে তৈরী। আমার সামান্য প্রশ্ন, বিশ্বাস-অবিশ্বাস এর মানদন্ড খানি কি এবং কোন সে মহান ব্যাক্তি জিনি কিনা উহা নির্ধারন করিয়া থাকেন? যদি একজন রাজাকার এবং আমার মডারেশন স্টেটাস একই হয়, আমি আবার বলিতেছি, প্রিয় অরিল, আমি উহা প্রত্যাক্ষান করিয়া চরমতম অবিশ্বাসী হিসাবে পরিচয় পাইতে ইচ্ছুক!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.