আমাদের কথা খুঁজে নিন

   

সায়ান আপুর গান

আমি অতি সাধারন। বেচে থাকার মত মহৎ কাজটি করে যাচ্ছি। এক প্রাইভেট ভার্সিটির বিবিএ শেষ করলাম। এরপর কি করবো জানি না!কমেন্ট করতে ভাল লাগে।

আমার বর্তমান সময়ে যেটুকু গান শোনা হয় সবটা জুড়েই থাকে সায়ান আপুর গান।

অসম্ভব সুন্দর তার সবকটা গান। আমি আপুর গান শুনে অবাক হয়ে যাই,তার চেয়ে ভালো হলো তার গানের লিরিকস। একদম আমার অনুভুতিগুলো আপুর গানে ফিরে পাই! এইসময়ে চলে শুধু বাজারি গান। একটা এ্যালবামে একটা গানই খালি বাজার পায়। বাকি গুলো হয় বোগাস!এরভেতর সায়ান আপুর মতো সমাজ সচেতন শিল্পীর গান সত্যিই অতুলনীয়!সায়ান আপুর 'জনতার বেয়াদবি'ও 'আমি বাংলাদেশ' এরচেয়ে ভালো রাজনীতি সচেতন গান আর হতে পারে না।

আমার কাছে যে গানদুটি আরো ভালো লাগছে সেটা হলো "আমি তাজ্জব বনেযাই" আর "স্বপ্নের দৈন্য"। অসাধারন সব লিরিকস! লিরিকস ও সায়ান আপুর গান নিয়ে ভাবনা সব জানতে পারবেন এই সাইটে http://www.shayanergaan.com/ আর পুরা এ্যালবামে প্রেমের গান মাত্র একটা,"এখানেই সুখ ছিলো একদিন"সম্পর্কের টানপোড়েন ও ভালবাসার বিছিন্নতা নিয়ে অসাধারন গান! আমি সায়ান আপুর এলবামটা আগেই কিনছিলাম কিন্তু আর শোনা হয় নাই,পরে আবার শুনলাম গান গুলো ইটিভির ফোনোলাইভ কনসার্টে শুনি। অসাধারন শো,সাউন্ড ফাটাফাটি। আর শোতে অনেক লোকের ফোন আশীর্বাদ ভালো লাগা জেনে দারুন লাগছে। কিন্তু খুজে পেলাম না এ্যালবামটা আর এরপরের দিনই এ্যালবামটা কিনি, মন দিয়ে শুনি, অসম্ভব ভালো লাগা,মুগ্ধতা কাজ করছে!তবে অনেকে বলে তার গানে কলকাতার ছাপ সুমনের প্রভাব।

কিন্তু আমি বলবো সায়ান নিজেই তার নিজের মতো লিরিকস নির্ভর গান গাইলেই সুমন,অন্জনদের সাথে তুলনা করা ঠিক না! এলবামটা ডাউনলোড করতে হলে polapain.com এ যেতে পারেন পাবেন! আর না হলে কিনতে পারেন ৬০টাকার এলবামটা! না হলে মেইল আইডি দিবেন পাঠিয়ে দিবো

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।