সায়ান ভাই আমাদের পাড়ার অন্যতম ভদ্র ছেলে হিসেবে সুখ্যাত। তার প্রকৃত নাম শাওন কিন্তু একবার ইউকে থেকে দুজন তাবলীগের লোকের সাথে পরিচয়ের সুবাদে তারা তাকে শাওনের স্থলে সায়ান বলায় আমরা সবাই তাকে সে নামেই ডাকি। লেদার টেকনোলেজি থেকে পাশ করা সদ্য চাকুরী প্রাপ্ত সায়ান ভাই তার বাবা মায়ের একমাত্র সন্তান। এবার তার বিয়ের পালা। পাত্রী দেখে বিয়ে ঠিক।
সায়ান ভাইয়ের বাবার প্রচুর বিষয় সম্পত্তি। সুতরাং বিয়েটা শুধু ধুমধাম বললে ভুল হবে রাজকীয় বিয়ের আয়োজনের তোরজোড়। সায়ান ভাই এমনিতেই মাথা নিচু করে হাটেন কিন্তু বিয়ে মিটমাট হবার পর এখন রাস্তায় দেখা হলে আমাদের মত বদদের জালায় মাথা আরও নিচু হয়ে যায়। যা হোক এনগেজমেন্টের পর প্রায় একমাস পর বিয়ে ঠিক হল। এই সময়টাতে সায়ান ভাই তার সারা জিবনের অপ্রকাশিত ভালোবাসা তার হবু বউকে উগলে দিতে লাগল।
কাছের ছোট ভাই হওয়ার সুবাদে তিনি একমাত্র আমাকে তার ভালোবাসার প্রতিটি মুহুর্তের গল্প ও স্বপ্নের কথা শেয়ার করতেন। বিয়ে ঠিক হবার পর প্রায় ৩ লক্ষ টাকার মত উপহার সামগ্রী সায়ান ভাই ও তার পরিবার তাদের হবু বউকে দিয়েছে। বিয়ের আর সাত দিন বাকী।
দিনটি ছিল বুধবার। সকাল বেলায় হইচই শুনে ধরফর করে বিছানা থেকে উঠলাম।
উঠে শুনি সায়ান ভাইকে পাওয়া যাচ্ছে না। কোনরকমে গায়ে টি শার্ট জড়িয়ে তাদের বাসায় গিয়ে দেখি আ্যন্টি অঝোর ধারায় কাদছেণ। কিন্তু দেখি তিনি সায়ান ভাইয়ের নিখোজ হওয়ার জন্য কাদছেন না। আমার ভুল ভাঙল কিছুক্ষন পর সায়ান ভাইয়ের আব্বার বক্তব্য শুনে। তিনি বলতে লাগলেন আর আমি তাজ্জব হয়ে শুনতে লাগলাম।
ঘটনাটা হল গতকাল বিকেলে তাদের বাসায় সায়ান ভাইয়ের নামে একটি চিঠি আসে। খাম খুলে চিঠি খুলতেই দেখা যায় একটি ডিভোর্স লেটার আরেকটি চিঠি যেটিতে সায়ান ভাইয়ের কাছে ক্ষমা চাওয়া হয়েছে। চিঠিটা লিখেছে তাদের হবু বউ। চিঠিটার বিষয়বস্তু তার সাথে অন্য আরেকজনের সম্পর্ক থাকায় তিনি এ বিয়েটি করতে পারবেন না। লজ্জায়, ঘৃণায় আমারই মন ও মেজাজ উত্তপ্ত হতে লাগল।
প্রেম স্বর্গীয় বিষয় মাননাম। কিন্তু কয়জনে প্রকৃত প্রেম করেন? আমরা প্রায়শই ভুলে যাই আবেগ, মোহ, সাময়িক ভালো লাগা এগুলো প্রেম নয় প্রেমের উপাদান মাত্র। এগুলোকে উপজীব্য করে যারা প্রেম করেন তারা না চিন্তা করেন নিজ পরিবারের কথা না চিন্তা করেন অপরের কথা। অতি আবেগী প্রেম বেশীরভাগ সময়ই পরিবারকে ছুড়ে ফেলে সমাজের আস্তাকুড়ে। সুখ তো দুরের কথা মোহাবিষ্টেত আবেগী প্রেম ভবিষ্যেৎে সামান্য শান্তিও দেয় না্।
কলংক বয়ে আনে নিজ পরিবারের জন্য। প্রেমের সাথে আবেগ থাকবে কিন্তু তার সাথে থাকতে হবে বিবেক বিবেচনা, বিশ্বাস ও দায়িত্ববোধ। প্রেম করার আগে অন্তত একবার পরিবারের কথা চিন্তা করা সকলের দায়িত্ব। কারন বাংলাদেশের সমাজে সবার আগে একজন মানুষ তার পরিবারের প্রতিনিধি। তার সাথে জড়িয়ে তার পরিবারের মান, সম্মান ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।