আমি মানুষের পায়ের কাছে কুকুর হয়ে বসে থাকি - তার ভেতরের কুকুরটাকে দেখবো বলে।
মাথার চুল একবারে ছোট করে ছাটা, চোখে স্বচ্ছ চশমা প্রথম দেখায় যে কারো মনে হবে কোন স্কুল বালক বুঝি। কিন্তু যখনই তার কন্ঠে ধ্বনিত হয় জীবনের নব জাগরনের গান তখনই ভুল ভাঙ্গে। সায়ান, বাংলা গানের জগতে এক নতুন বিস্ময়। গতরাত ১২টার পর হতে ৩টা পর্যন্ত একুশে টিভির লাইভ অনুষ্ঠানে একের পর এক জীবনমুখী গান গেয়ে শোনান সায়ান।
গানের সাথে সাথে তার চমৎকার গিটার বাজানো এবং একইসাথে মাউথ অর্গান বাজানো আপনাকে মুগ্ধ করবেই। কালকে যারা অনুষ্ঠানটি দেখেছেন তারা আমার সাথে একমত হবেন বাংলাগানের ভবিষ্যত উজ্জল তারকা সায়ান। নিজে গান লেখেন নিজেই সুর করেন, অপূর্ব তার গানের কথা। একমাত্র সুমন ও নচিকেতার গানের সাথে মিল খুজেঁ পাওয়া যায় সায়ানের গানের। চমৎকার কথাও বলেন সায়ান।
আমি যতটুকু জানি শৈশব হতেই একটা সংগ্রামের মধ্যে দিয়ে বেড়ে উঠেছেন সায়ান। তার এ সংগ্রামের কথা পাওয়া যায় তার গানে। ব্যাক্তিগত জীবনে শিল্পী ফেরদৌস ওয়াহিদের ভাইয়ের মেয়ে অর্থাৎ হালের অতি জনপ্রিয় গায়ক হাবিবের চাচাতো বোন সায়ান। কিন্তু পুরো অনুষ্ঠানে কখনো তাকে এই পরিচয়ে পরিচিত হতে দেখিনি। নিজের পরিচয়ে এগিয়ে যাক সায়ান।
জয়তু সায়ান। ............. হাল ছেড়ো না বন্ধু তবে কন্ঠ ছাড়ো জোরে তোমার আমার দেখা হবে অন্য গানের ভোরে।
সায়ানের গান পাবেন এখানে
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।