শিরীন শারমিন চৌধুরী জাতীয় সংসদের প্রথম নারী স্পিকার হচ্ছেন। আজ সোমবার আওয়ামী লীগের সংসদীয় দলের বৈঠকে শিরীন শারমিন চৌধুরীকে স্পিকার পদে সর্বসম্মত মনোনয়ন দেওয়া হয়।
এর আগে গতকাল রোববার রাতে সংসদ ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের বৈঠক হয়। বৈঠকে স্পিকার পদে শিরীন শারমিন চৌধুরীকে মনোনয়ন দেওয়ার ব্যাপারে নেতারা একমত পোষণ করেন। আজ আওয়ামী লীগের সংসদীয় দলের বৈঠকে আলোচনা করে স্পিকার পদে তাঁর মনোনয়ন চূড়ান্ত করা হয়।
২০০৮ সালের ২৯ ডিসেম্বরের নির্বাচনে জয়লাভ করে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকার ক্ষমতায় আসার পর শিরীন শারমিন চৌধুরী সংরক্ষিত মহিলা আসনে সাংসদ নির্বাচিত হন। এরপর তিনি মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব পান। এ ছাড়া, বর্তমানে তিনি আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।