*/*-*-/** পরামর্শ প্রত্যাশী*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*---*-*-*-*---*-*-*-*
পাশের রুমে এক লোক পরিবার পরিজন নিয়ে বসবাস করে। পরিবারের কর্তা ব্যক্তি প্রাইভেট ব্যাংকে পিয়ন পোষ্টে চাকুরী করেন। ওনার দুই ছেলে এক মেয়ে। প্রথম সন্তান ছেলে। এবার ক্লাস নাইনে পড়াশুনা করে একটি সরকারী স্কুলে।
ছোট বেলায় অর্থাৎ ওয়ান থেকে ফাইভ পর্যন্ত পড়া লেখায় খুব ভাল ছিল ক্লাসে প্রথম স্থান অধিকারী। কিন্ত ইদানিং সে পড়ালেখায় তেমন মনোযোগী নয়। বিভিন্ন সময় বাসা থেকে বিভিন্ন অজুহাতে বন্ধুদের বাসায় যাওয়ার নাম করে ২/১ দিনে বাসায় আসে না। যখন আসে তখন অনেক রাতে বাসায় ফেরে জিজ্ঞাসা করলে কোন সঠিক উত্তর দেয় না। সবার সাথে খারাপ ব্যবহার করে।
তার ব্যবহারে বাসার সবাই উদ্বেগ্ন। তার মা তাকে অনেক বোঝানোর চেষ্টা করলেও কোন ফল পায়না। পাইভেট ঠিক মত পড়ে না। ২য় সাময়িক পরীক্ষায় রেজাল্ট খুবই খারাপ কয়েক বিষয় ফেল। অথচ বাসা থেকে প্রতিদিন স্কুলে যাওয়ার খরচ টাকা নিয়ে নেয়।
রমজান শুরু হলে সেহরি খেয়ে বন্ধুরে নিয়ে খেলতে যাওয়ার বয়না ধরে। ওর বাবা বলে রাত ৪.০০ দিকে কোন ছেলে খেলতে যায় না। বাবার সাথে ইদানিং সর্ম্পক খুব খারাপ অথচ ওর বাবা সামান্য বেতনে চাকুরী করে ওদের সাধ্যমত চালিয়ে নেওয়ার চেষ্টা করে অথচ সন্তান হয়ে তা বোঝার চেষ্টা করে না। গত কয়েক দিন আগে কোথা থেকে একটি মোবাইল নিয়ে এসেছে। ওর মা জিজ্ঞাসা করছে কোথায় পেয়েছি মোবাইল বলে আমি কিনেছি।
টাকা পেয়েছি কোথায় বলে আমার কাছে ছিল। ওর কাছে টাকা থাকার কথা নয় ওর বাবা বলে আগে পড়ালেখা করবি পড়ে মোবাইল। মোবাইলটি ট্রাংকে আটকিয়ে রাখে ও ট্র্যাঙ্কের তালা ভাঙ্গে ওর বাবার সাথে খারাপ ব্যবহার করে ওর বাবাকে মারতে আসে ওর মাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। আমরা প্রতিবেশি হওয়ায় আমাদের ডেকে বলে। এই ছেলে নিয়ে এখন কি করবো ও পুর্বেও বহু অঘটন ঘটিয়েছে এখন আমার সামনে মারতে আসে বন্ধু বান্ধব নিয়ে মারার ভয় দেখায়।
আবার বাসা ছেড়ে চলে যাবার হুমকি দেয়। আমি এখন কি করতে পারি আপনারই বলুন। আমরা কয়েকজন মিলে ছেলেকে জিজ্ঞাসা করি তুমি কি করবা ঠিকমত পড়া লেখা করবা কিনা যদি ঠিকমত পড়া লেখা করো তবে তোমার বাবা মায়ের কথা শুনেই তবে করতে হবে। নয়তো বাসা ছেড়ে চলে যেতে হবে। ছেলে বাসা ছেড়ে চলে যাওয়ার প্রস্তাবে বেশি আগ্রহী।
আমরা বলি দুই এক দিন দেখুন। দেখি কি করা যায়। ছেলেটি কোন নেশায় জরিত কিনা বুঝা যায় না।
আপনারা বলুন এই ছেলেকে নিয়া তার বাবা মাকে সঠিক পরামর্শ কি? দেবো।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।