আমাদের কথা খুঁজে নিন

   

শ্রদ্ধার কথা বলুন, কথার খাতিরে শ্রদ্ধা আনার দরকার নাই।

আওয়াজ উঠতে হবে, আওয়াজ উঠছে

ঢাকা শহরের মানুষ শ্রদ্ধা, সন্মান এবং ভদ্রতার পুরোটাই টাকা আর প্রতিষ্ঠার কাছে বিক্রি করে দিয়েছে। রিক্সাওয়ালা, বাড়ির দরজার ফকির, কাজের লোক, অফিসের পিয়ন, রাস্তার ফেরিওয়ালা এরাও যে মানুষ সে কথা বার বার ভুলে যায় টাকা আর প্রতিষ্ঠা ঢাকাবাসী। সব পরিচয়ের বড় পরিচয়-এরা যে মানুষ সে কথা তো ভুলে গেলে চলবে না। মনুষত্বের শিক্ষাই মানুষের আচরণ, আপনি সচিব, মন্ত্রি যাই হোন না কেন, আপনাকে আপনার পিয়ন, আপনার কাজের ছেলের প্রতি সদয় হতে হবে। তারা তো স্বাভাবিক ভাবেই ফাকি প্রবন, অশিক্ষার ভেলায় ভাসতে ভাসতে তাদের জ্ঞান সীমা আজ অসীম তলে, আপনি তো বুদ্ধিমান, বিবেচক। তবে আপনি কেন বর্বর অমানুষের মত আচরন করেন। আপনি বড় গার্মেন্টেস ফ্যাক্টরীর মালিক, ঐ ছোট ছোট মাসুম মেয়েদের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলেন, আপনার অক্লান্ত পরিশ্রমি শ্রমিকদের বেতন আটকে রাখেন, কেন? আপনার বাড়ির দেহধারী বউ-বাচ্চা তো একবেলা না খেয়ে থাকে না, এরাও তো আপনার পরিবারের মত, এদের প্রতি সদয় হোন। অনুগ্রহ দুই টাকা বেশি ভাড়া চায় বলে কোন রিক্সা ওয়ালা কে মারবেন না, আপনার বাড়ির দরজায় দাড়ানো ফকির কটু কথা বলবেন, যদি আপনিও তার মত ভিক্ষারী হন, পকেটে ফুটা পয়সাও যদি না থাকে, একটু শুকনো ঠোটে হেসে তাকে বিদায় দেন, ফকির, খয়রাতির বাচ্চা যা তা বলে গালি দিয়েন না। আসুন রমজানের শিক্ষা গ্রহন করি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.