আমাদের কথা খুঁজে নিন

   

আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম , সার সংক্ষেপ ও মৃত্যু বার্ষিকীতে শ্রদ্ধার সঙ্গে স্মরণ ।। ।



আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতার আত্তাধিক সার সংক্ষেপ । বল বীর , বল চির উন্নত মম শীর শির নেহারি নত শির ঐ শিখর হিমাদ্রির দ্যুলোক ভোলোক গোলক ভেদিয়া খোঁদার আরশ আসন ছেদিয়া উটিয়াছি আমি চির বিস্ময় বিশ্ব বিদাত্রির বল বীর বল উন্নত মম শীর বীরের মাথা কখনও অন্যায় অপশক্তির নিকট নতি স্বীকার করেনা । খোঁদার আরশ আসন বলতে আরবি আয়াত কুলুবিল মুমিনিনা আরশেউল্লাহ অর্থ মুমিনদের কলবে আল্লাহর সিংহাসন আত্তাধিক জগতের সাধক প্রান লালন গেয়েছেন আপনারে চিনতে হলে রে যাবে অচেনারে চেনা ও যার আপন খবর আপনার হয়না । যারা আত্তাধিক সাধক , আত্তাধিক অর্থ আত্মার চাইতেও নিকটে আয়াত কাল্বিল্লাহ ইছমু অয়া হাযা সাহ বুল আয়াতিন আল্লাহ মানুষের সাহ্রগ এর চাইতেও নিকটে । আল্লাহ এত নিকটে আমরা যদিও চর্ম চোখে দেখিনা কিন্তু যারা আল্লাহ কে পাওয়ার জন্য সারাজীবন সাধনা করে গেছেন তাদের নিকট আল্লাহর পরিচয় ইমানী চেতনায় খুবই উজ্জ্বল ।

তাই কবি তার কবিতায় আল্লাহুর আরশ আসন ছুয়ে তারি রঙ্গে রঙ্গিন হয়ে মিশে গেছেন । আবার লিখেছেন আমি রন দা সর্বনাশী জাহান্নামের আগুনে বসিয়া হাসি পুস্পের হাসি । সৈনিক জীবনে তিনি ২য় বিশ্ব যুদ্ধের প্রত্যক্ষ্য সাক্ষি এবং রণাঙ্গনের একজন সার্থক যুদ্ধা । তিনি ছিলেন অকুতভয় নির্ভীক । হাদিস , আল্লাহর একদল প্রেমিক কে হাসরের মাঠে ফেরেস্তারা শৃঙ্খলিত অবস্থায় নিয়ে আসবে , এবং তারা দুযখের দিকে দাবিত হবে , আল্লাহ বলবেন হে ফেরেস্তারা তারা তো আমার বন্ধু বেহেস্তে নিয়ে যাও ।

তখন তারা বলবে হে আল্লাহ দুযখিদের আযাব আমাদের দিয়ে দিন আর তাদের ক্ষমা করে দিন , নইলে আমরা বেহেস্তে যাবনা আল্লাহ বলবেন যাদের পছন্দ নিয়ে যাও হে ফেরেস্তারা আমার আশেকেরা যদি দুযখের আগুনে পদার্পণ করে তবে দুযখের আগুন নির্বাণ হয়ে সেথা ফুলের বাগানে পরিনত হবে । কিতাব বায়হকি আমি মৃন্ময় আমি চিন্ময় আমি অমর অঝর অক্ষয় আমি মানব দানব দেবতার ভয় আসলে দেহ মরে কিন্তু আত্তার মরন নাই কবিতার ভাষা তাই । আবার লিখেছেন মহা বিদ্রোহী রন ক্লান্ত আমি সেই দিন হব শান্ত যবে উৎপীড়নের ক্ষন্দন রোল আকাশে বাতাসে ধবনিবেনা অর্থ অন্যায় অত্যাচার যতদিন চলবে ততদিন পর্যন্ত এর বিরুদ্ধে আমার অভিযান অব্যহত থাকবে তবুও সত্যর রন হুংকার থাম্বেনা । শেষের চরন এমন যে আমি বিদ্রোহী ভিগু ভগবান বুকে এঁকে দেই পদচিহ্ন কথাটির অর্থ না বুঝে কিছু সংখ্যক মুল্লা কবিকে কাফের বলেছিল জবাবে কবি ভিগু অর্থ নাস্তিক বা যারা আল্লাহ মানেনা কবি বলেছেন যারা আল্লাহ মানেনা তাদের বুকে একে দেই পদচিহ্ন আর ওরা না বুঝে কি বললে । পরে এসে কবির নিকট ওরা ক্ষমা ছেয়েছিল ।

এত এব অর্থের পার্থক্য একই শব্দকে ভিন্ন বুঝায় । তাই সঠিক অর্থ প্রয়োগের মাধ্যমে সাহিত্য কে জিইয়ে রাখা প্রত্যকের মৌলিক ও সুক্ষ দায়িত্ব । তার অমর সৃষ্টি কাব্য সমূহ বিশ্ব সাহিত্যর রত্ন বিশেষ । । এই মহান কবির মৃত্যু স্মরণে জানাই তার জান্নাত বাসী আত্মায় গভীর শ্রদ্ধা ও সম্মান ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.