আমাদের কথা খুঁজে নিন

   

উত্তরে বলছিঃ((দস্যু বনহুর লিখিতঃ

অতি জ্ঞানিরা আমার ব্লগ থেকে দূরে থাকেন।

Click This Link এই পোস্টের উত্তরঃ ১। "সৃস্ট না হলে বিশ্বজগতের সবকিছূর স্রস্টা সৃস্টিকর্তা এই বক্তব্য মিথ্যা হয়ে যায়। " হাস্যকর। ।

আইনস্টাইন এর ""থিউরি অফ রিলেটিবিটি"" পরেন। সময় কি জিনিস বুঝবেন। তারপর বলতে আসবেন সময় বলে কি আছে। ২। ((""স্রস্টা যদি স্থান সৃস্টি করে থাকেন - তাহলে সেই স্থানকে সৃস্টি করলেন কোন স্থানে থেকে? যে স্থানে থেকে "স্থান" সৃস্টি করলেন সেটাইবা কোন স্থানে থেকে? এভাবে অগ্রসর হলে দেখা যায় স্থান সৃস্টি সম্ভব নয়।

অর্থ্যাৎ জগৎসংসারের সবকিছূর স্রস্টা সৃস্টিকর্তা এই বক্তব্য মিথ্যা । "')) হাস্যকর। পৃথিবীটা কোন স্থানে আছে বলেন দেখি। । ** শূন্য স্থান থেকে,বুঝলেন।

কিভাবে করেছেন,ঐটা আপনার না বুঝলেও চলবে। ** ৩। **বিশ্বজগৎকে নাহয় সৃস্টি করলেন স্রস্টা, কিন্তু স্রস্টাকে সৃস্টি করলেন কে?** পাগল হয়ে যাবেন, ***ভাইরে মানুষ যেখানে এই পৃথিবী মধ্যে থাকা বস্তু নিয়া গবেষনা করেই শেষ করতে পারে নাই। আর এই সময়ে আপনি চাচ্ছেন এই মাহাবিশ্বের সৃষ্টিকর্তা কোথা থেকে এসেছে। প্রশ্নটা কি আবান্তর নয়।

***

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.