প্রকাশিত কাব্য গ্রন্থ: ১। আমার সন্তান যেন থাকে দুধ ভাতে (২০১২)। ২। চারিদিকে জীবনে সমুদ্র সফেন (২০১২)। ৩।
ভালোবাসার পদাবলী (২০১২)। ৪। বোধের গহীন জলে (২০১২)। থমকে গেলাম, ভেবে পাইনা
কোনদিকে যাবো, উত্তরে মেঘালয়,হিমালয়
দক্ষিণে সাগরের উত্তাল তরঙ্গ
পূর্বে গিরিগুহা পর্বত
আর পশ্চিমে মরুভূমি
মুলত যাবার কোনো পথ নেই
থমকে গেছি।
এভাবেই আমি জীবনের পথে এসে থমকে থমকে যাই
মিথ্যের সাথে মিশে মিশে যাই
দুর্বিষহ হয়ে উঠে জীবন
আর যন্ত্রণায় বিদ্ধ হই প্রতি অনুক্ষণ।
সৌন্দর্যের মাধুর্যে প্রাণের প্রাচুর্যে করেছি আপন
কঠিন শপথের কোলাহলে নিজকে করেছি সমর্পণ
তবু আলো আসেনা
কেউ ভালোবাসেনা
জীবনের যন্ত্রণা কারে করি অর্পণ।
৯। ১। ২০১৩ ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।