আমাদের কথা খুঁজে নিন

   

আমার সচলায়তন অভিজ্ঞতা : সে এক কাহিনি বটে!

সাহিত্যের সাইটhttp://www.samowiki.net। বইয়ের সাইট http://www.boierdokan.com

সে এক কাহিনি বটে। এ নিয়েও যে লিখতে হবে সেটা ঘূণাক্ষরেও ভাবিনি। যাই হোক মূল ঘটনায় আসি। সামহোয়ারের অনেক বন্ধু আর লেখেন না এখানে।

দ্বিমত, অভিমান, প্রত্যাখ্যান কতকিছুই তো হতে পারে। তেমন এক বন্ধু জামাল আবেদিন ভাস্কর। ভাস্করদা'র সঙ্গে ফেসবুকে মাঝে মাঝে দেখা সাক্ষাৎ হয়। ভাব বিনিময় হয়। হাসিবের সঙ্গেও হয়।

হাসিব একদিন বললেন সচলায়তনে মেম্বার হতে। ভাস্করদাও একদিন বললেন মেম্বার হয়ে যাও। ভাস্কর দা এককাঠি সরেস। ২২ জুলাই আমার ঠিকানায় দেখি সচলায়তনের একখানা নিমন্ত্রণপত্র হাজির। বাপস।

আপনার বন্ধু আমাদের এইখানে লিখছেন। তিনি মনে করেন আপনিও লিখতে পারবেন। তো আপনি আমন্ত্রিত। এতবড় সম্মান ফেলি কী করে! ওইখানে কত বড় বড় লেখকরা আখড়া গেড়েছেন। তাদের সঙ্গে লিখতে পারবো ভেবে আমার কান গরম হবার জোগাড়।

এইবার বুঝি সুযোগ এলো। বরাত আয়ি হ্যায়। ব্রেভো। নিমন্ত্রণ মোতাবেক ২৫ জুলাই ফরম ফিলাপ করে ওনাদের দফতরে পাঠিয়ে দিলাম। ওনারা তাৎক্ষণিকভাবে যন্ত্র মারফত জানালেন রোসো।

তখন স্বভাবতই প্রশ্ন এলো দাওয়াতই যখন দিলেন তখন খাবার দিতে এত দেরি কেন। হয়তো ওনারা এর মধ্যে পরীক্ষা করে ফেলবেন আমি ওনাদের রাইটার্স ফোরামে যোগ দেবার যোগ্য কি না। জীবনে নানা পরীক্ষা দিয়েছি। তাই এই পরীক্ষার জন্যও অপেক্ষা করতে থাকলাম। এইবার লেখক হতে পারবো।

আমি সচলায়তনে যোগ দিয়ে দেখিয়ে দেব আমিও লেখক। মুক্তমনা, উন্নত শির। মহান লেখক। অপেক্ষার প্রহর আর শেষ হয় না। পিয়া চিঠি আর পাঠায় না।

শেষ পর্যন্ত ১১ আগস্ট মহাশয়রা চিঠি পাঠিয়েছেন। সচলায়তনে আপনার অ্যাকাউন্টখানা ডিলেট করা হয়েছে। হতাশায়, ক্ষোভে আমি কাঁদতে বসলাম। আহা আমার এখন কী হবে? এই সামহোয়ারই এখন আমার ভরসা। এখন আপনারাই বলুন আমি কী করবো? আত্মঘাতী হওয়াটা কি সঠিক সিদ্ধান্ত হবে?


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.