যুদ্ধাপরাধীদের বিচার চাই । কাদঁতে আসিনি ফাসিঁ দাবী নিয়ে এসেছি ।
"সচলায়তন" নিষিদ্ধ !!!
কে, কখন, কেন, কি জন্যে, কোন কারণে, কিভাবে নিষিদ্ধ হলো কেউ জানেন না । তবে আমরা এখন জনি সচলায়তনে স্বাভাবিকভাবে বাংলাদেশ থেকে ঢোকা যাচ্ছে না । তবে বিশ্বের অন্যান্য জায়গা থেকে সচলায়তন দেখা যাচ্ছে স্বাভাবিকভাবে ।
আর দেশে বসে প্রক্সি ব্যবহার করে সচলায়তনে ঢোকা যায় ।
বেশ কয়েকজন ব্লগারের সাথে কথা হলো, তবে কেউ নিশ্চিত করতে পারলেন না কেন সচলায়তন নিষিদ্ধ কিংবা কেন বাংলাদেশের ইউজাররা ঢুকতে পারছেন না । সরকারীভাবে নিষিদ্ধ হবার মতন কন্টেন্ট কি সচলায়তনে এর মাঝে প্রকাশিত হয়েছে ?? কিংবা নৈতিকতা বিরোধী কোন কর্মকাণ্ড ?? যদি নিষিদ্ধ হয় তবে তো যৌবনজ্বালার নিষিদ্ধ হবার কথা ।
কিন্তু তা নয় বরং নিষিদ্ধ হলো সচলায়তন । বাংলাদেশের ইউজাররা সচলায়তন ব্যবহার করতে পারছেন না ।
সে বিষয়ে যোগাযোগ করে অধুনালুপ্ত বিটিটিবি কোন মন্তব্য করতেও অস্বিকার করে । তবে কার কাছে আমরা জানতে চাইব , কেন-কিজন্য সচলায়তন ব্যান ?? কিংবা আদৌ সচলায়তন ব্যান হয়েছে কিনা ?? তার জবাব দেবার জন্য কর্তৃপক্ষের কোন মাথাব্যথা নাই ।
সচলায়তন নিষ্দিধ হওয়া মানে শুধু সচলায়তন নিষিদ্ধ নয় । মানুষের বাক-স্বাধীনতা, মত প্রকাশের অধিকার রুদ্ধ করা । কোন কিছু নিষিদ্ধ করাকে তাই গ্রহণ করা যায় না ।
বিশেষ করে বাংলাব্লগের জন্য এটা অশনি সংকেত , আমাদের ব্লগারদের বাকরুদ্ধ করার জন্য কালো থাবা । সচলায়ত নিষিদ্ধ করার মধ্য দিয়ে যদি ব্লগ কিংবা ব্লগারদের বাকুরদ্ধ করতে চায় সেটা মেনে নেওয়া যায় না । সহ্য করা ঠিক হবে না । নিজেদের মত প্রকাশের অধিকার থাকা চাই । তাই এই অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়া উচিত ।
এই অন্যায়ের প্রতিবাদ করা আমাদের নৈতিক দায়িত্ব । এই সিদ্দান্তের আমি তীব্র প্রতিবাদ জানাই । আমাদের সম্মিলিত প্রতিবাদ আর প্রতিরোধই পারে যে কোন অন্যায়কে হঠাতে । বাংলাব্লগের সকলে মিলে এই অণ্যায়ের প্রতিবাদ জানাতে হবে ।
সচলায়তন সচল হোক ।
বাংলাব্লগ সারাবিশ্বে ছড়িয়ে পড়ুক সকল বাঙালির মাঝে । শুভ হোক সবার ব্লগিং ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।