পাখি পর্ব চলছে
শরতের শুছভেচ্ছা তোমায়। আশা করি ভাল আছ। পর সমাচার, তোমার সাথে দেখা হবার পর থেকে আমি বেশ ভালই দিন গুজরান করছি। আনন্দে, উচ্ছলতায়। তুমিও কি? শুনেছিলাম তোমার মামস এবং সর্বশেষ খবর তুমি সুস্থ হয়ে উঠে আবার টাইফয়েডে পরেছো।
সমস্যাটা কী? আমার ধারণা এটা বয়সের দোষ! হা হা হা।
যাইহোক, তোমার সুস্থতা কামনা করছি। হে ঈশ্বর, মারিয়াকে ভালো করে দাও।
তোমার সাথে কাটানো আমার শেষ সময় ২১ আগস্ট ২০০৮। আমি রাজশাহী থেকে ফেরার গাড়ির জন্য অপেক্ষা করছি।
একটা কাজে তুমি আমার সাথে দেখা করতে এসেছো, কাজলায়। বেশ কিছুক্ষণ কথা বলার পর তুমি বললে,'তোকে বিদায় দিতে হবে? আমার বিদায় দিতে ভালো লাগে না। ' চলে যেতে চেয়েও বসে থাকলে। আমি মুখে না বললেও চাইছিলাম তুমি বসেই থাকো। 'তুমি আমার পাশে বন্ধু হে বসিয়া থাকো/একটু বসিয়া থাকো।
' কিন্তু বাস এলো ঠিকই এবং আমাকেও চলে আসতে হলো ঢাকায়। তার আগে তোমার সাথে বেশ অনেকটা সময়, প্রায় পুরোটা বিকেল কাটিয়েছি ক্যাম্পাসের আলো আঁধারিতে। একটু বৃষ্টি, একটু মেঘ, কিছু পরিচিত মানুষ, সন্ধ্যা, পরিচিত প্রিয় মাতিহার, জারুল-গগন শিশির আর তুমি। আর আমাদের নানান কথা, আবোলতাবোল...অনেক অনেক দিন পর তোমাকে দেখার গাঢ় উষ্ণতায় আমি অবিভুত হয়ে পড়েছিলাম। কী বলেছিলাম আমি তোমাকে? কিছুই মনে নাই।
একটু যখন হাঁটলাম পরিচিত প্রিয় রাস্তাগুলোয়, আহ্। আমি ক্ষণিকের জন্য রাজেন্দ্র হয়ে গিয়েছিলাম। সেই সন্ধ্যাটার কথা...ভুলতে পারছি না। এইতো সেদিন।
তারপরে তো ক্যাম্পাসে গোলমাল হলো, বন্ধ্ হয়ে গেল আর আমিও চলে এলাম।
মারিয়া, আমি জানি তুমি এই প্ত্রগুলো পড় না বা সুযোগ পাও না। কখনো সুযোগ পেলে পড়ে নিও। তোমার কথিত মানুষ পাওয়া বড় কঠিন। তবে নিশ্চয়ই মানুষ পাওয়া যায়। খুঁজে দেখেছো কি?
'রোদের মধ্যে রোদ হয়ে যায় জলের মধ্যে জল/ বুকের মধ্যে বন্ধু একটা নিশূন্য অঞ্চল'
(কনক আদিত্য)
ভালোবাসা নিও।
ভালো থেকো।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।