আমাদের কথা খুঁজে নিন

   

পুনশ্চ: বিষন্ন উৎসব



বহুদিন পর ফিরে এলো বিষন্ন উৎসব আবারো; নিদারুন উল্লাসে ফোয়ারারা রক্ত ছুড়ছে আকাশের পানে, সমগ্র নগর-তোরন ছেয়ে গ্যাছে ধূসর ফেস্টুনে। এমনই এক উৎসবমুখর মাঝরাতে, আদিমতা সেরে যখন মৃত এক কবি দীর্ঘশ্বাস ফ্যালে হারনো তার সব কবিতার কথা ভেবে- তখন উড়ে যায় নিশাচর প্রেতাত্মারা। খোলা জানালার পর্দার ব্যালে নৃত্যকে তুমুল করতালিতে ভাসিয়ে, যুগল ধোঁয়াশারা বিবর্ণতার মুখোশ পড়ে হয়ে যায় অবিনশ্বর। আর আমি নীলের অর্থ খুঁজে ফিরি ধূসর সব ক্যানভাসের আনাচে-কানাচে। ছাতের কিনারে আর নেই কারো ছায়া আজ শুধুই অশ্রুর মতো চাঁদের পাশে তারা বিষন্ন চেয়ে রয় উৎসবে ডুবে যাওয়া এই শহরের পানে... ফিরে এসেছে বিষন্ন উৎসব আবারো মৃত সেই কবিতার টানে। ________________ রচনাকাল: সমসাময়িক অতীত

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।