আমাদের কথা খুঁজে নিন

   

বিনয় সরূপরা আর্থনৈতিক সূচক দেখায় না সুঁই ফুটায় বাঙালির পাছায় - কলিগ

যখন বিকাল হতে থাকে, হতে হতে সূর্যটা ঢলে পড়ে, পড়তে থাকে

একটা নতুন ফ্লেবারের ম্যাংগো জুস টেস্ট করতে করতে কলিগ বললো, বিনয় সরূপের বাড়ী কোথায় কইতে পারেন? নাম শুইনা তো মনে হয় ইন্ডিয়ান, সিটিজেনশীপ আম্রিকার হইতে পারে। কইলাম স্বল্পজ্ঞানে। সালায় একটা পাঠা! বিশ্বব্যাংকের প্রধান অর্থনীতিবিদকে একেবারে ছাগুরাম গোত্রের অন্তর্ভূক্তিতে আমি অবাক হইলাম। কলিগ জিগায়, আপনি আমারে কন, জিনিসপত্রের দাম গত দুইবছরে বাড়ছে কি বাড়ে নাই! বাড়ছে, কইলাম। আপনার বেতন কি বাড়ছে নাকি বেতন দিতে অফিস হিমশিম খাইতেছে? আবার জিগায়। কি যেন কন, বাড়াইবো আবার! এই বেতনই দিতে পারে না! কলিগ এইবার পাইয়া বসে। ঐ হালার অর্থনীতির ক্ষেতা পুড়ি। সালারে একটা থাবড়া মাইরা র‌্যাংগসভবনে লেবারী করতে দেয়া উচিত। জিনিস পত্রের দাম বাড়ছে আর ওদিকে আয় বাড়ে নাই - এরমধ্যে যে দারিদ্রের হার ২% কমতে পারে না - এইটা আমগো ম্যাংগো কোম্পানীর একটা শ্রমিকও মুহূর্তে প্রমান করতে পারবে। ঐ হালারা সূচক না নিত্য সুঁই ফুটাইতেছে আমগো পাছায়!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।