বিপ্লবী : ভার্চ্যুয়াল পৃথিবীর
যেন সূর্যহীনতায় চাঁদটাও আলোহীন
পরমাণুরা সব আধার সমুদ্রে ডুবন্ত
এমন যুবতী অন্ধকারে,
সমাপ্ত আলোর কীর্তনও স্পষ্ট।
বিধিবদ্ধ নিয়মে জোনাকীরা খুবই অন্ধকারপ্রিয়
ওরা রাতের তত্ত্বীয় দার্শনিক;
নচেৎ রাত ভোর হলে সময়ের খাড়া নৃত্যে
ওরাও নিদ্রাহীন মানুষের সহযাত্রী হতো।
আর অন্ধকারের আগমনী স্রোতঢেউ
আমাদের প্রদ্বীপ জ্বালাতে করে ব্যতিব্যস্ত।
যাহিলিয়াকাল চির অদৃশ্য অলীক হলে
মোহাম্মদও যেমনপ্রয়োজনহীনতায় অশ্রেষ্ট মানব।
সুতরাং
সমস্ত অন্ধবারময়তা বহন করে_
আলোর সচেতন বার্তা...!...!...!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।