একদা চালুনি রুষ্ট হয় সুঁইয়ের উপরে, নির্লজ্জ বেহায়া তুই যাবি গোবাগারে। নিশ্ছিদ্র অন্ধকার আর সিমান্ত প্রহরা, নিশ্ছিদ্র তোষামোদি আর ধামাধরা। কোন দুঃসাহসে তোর পিছনে ছিদ্র, লাজ লজ্জা বিহীন তুই চরম অভদ্র। মুচকি হাসিয়া সুঁই সুধায় চালুনিকে, কখনো দেখনা তোমার নিজের শরীরকে? অজস্র ছিদ্র তোমায় করেছে ঝঁঝরা, বিশ্বাস যোগ্যতাহীন তুমি বেচারা। সবকিছু ঝেড়ে ফেল খেলে ঝাঁকুনি, বিশ্বাস ঘাতক তোমার নাম চালুনি। ছিদ্রান্বেষী যারা খুঁজে অন্যের ছিদ্র, এখনো সময় আছে হয়ে যাও ভদ্র।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।