আমাদের কথা খুঁজে নিন

   

বালক হেটে চলে বালিকার পিছু পিছু

গলাবাজ আর সত্যিকারের লেখক এই ব্লগে টিকে থাকে, আমি কোনটাই না
প্রতিটা বিকালের আশে সকাল দুপুর যেন হঠাৎ থমকে যাওয়া শব্দ নুপুর মাথার উপর রোদটা একটু ঢলে গিয়ে বালক তৈরী হয় নিজের সাহস গায়ে দিয়ে বালকীয় ফিটফাট চেহারায় সে প্রবেশ করে বালিকার বসতভিটার সামনের রাস্তায় নিয়ম ভুল হবার যো নেই এতটুকুও একটু পরেই বাতাস কেটে দেখা দেবে বালিকায় পাশাপাশি হাটলে বালিকা বুঝে ফেলে চোখের কাঁপন জেনে যায় ভয়ের রাজ্য ভর করেছে বালকের গায় তাই একফুট পিছনে হেটে চলা পুরোটা সময় বালিকার ছায়াটুকু ছুঁয়ে চলাই যেন বিশাল বিষয় এভাবে হেটে হেটে মায়া শুধু বেড়ে যায় বালকের হায় বালিকা সবই বোঝে মজা পায় বালকটা বড় নয় এভাবে কতদিন পাশাপাশি বিকালটা সন্ধ্যায় ডুব দেয় কোনদিন যেন এক ভুল নাকি অজান্তে বালককে মালা দেয় বকুল ফুলের মালাটা বালকের ঘরের দেয়ালে ঠাঁই পায় বালকের স্বপ্নসৌধ হয়ে বালিকার সুরভি ছড়ায় তারপর একদিন বিকালটা একা করে বালিকা চলে যায় দেয়ালের মালাটা সময়ের স্মৃতি শুষে মলিন পড়ে রয়। বালক বালিকাকে মনে করে দিন রাত সময় অসময় বালিকা হয়তো কোন রাতে এখনও বালককে চায় বালিকা ফেরেনা বালকের কাছে, এমনটা হবার নয় তবু বালিকাকে ভেবে বালক বেঁচে থাকে স্বপ্নময়। (রাশেদ ভাই দীর্ঘদিন বালকের কবিতার দাবী তুলেছেন, তাই এটা তাকেই উৎসর্গ করলাম। ) ছবি কৃতজ্ঞতা
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।