আমাদের কথা খুঁজে নিন

   

হারিয়ে গেছে, খুঁজতে যেয়ো না

সাগর সরওয়ার

তোমার ছোট নদী দেখতে গিয়েছিলাম ভরা শ্রাবণে আকাশে কালো মেঘ, বাতাসে ভেঁজা গন্ধ তাঁত বুননের শব্দ, খট খট খট আমি হারিয়ে যেতে চাই তোমার নদীতে যা চাওয়া যায় তা কি পাওয়া যায়? বিকেল বেলা শাহজাদপুর কুঠি বাড়ি পুরানো দেয়াল খসে পড়া চুন- সিমেন্ট, লাল ইট জানালা দিয়ে দেখতে পেতে ছোট নদী, দক্ষিণা বাতাস, নৌকা.... সাদা ঢাউস ঘুড়ি পাবে না সবুজ মাঠ, রুপো রঙের জোছনা, কুল কুল জল... তবে পাবে মানুষ পাবে, হাটুরে মানুষ নদী পাবে না, জল পাবে না, পাবে না ভালোবাসা.... এ নদী হারিয়ে গেছে এখন ........ তুমি খুঁজতে যেয়ো না......

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.