আ মা র আ মি
সারারাত জুয়া খেলে ভোর বেলাতে গেটের সামনেই এতগুলো রিক্সা পেয়ে মনটা নেচে উঠলো। জানি আমার দান এবার ভালো। ছুঁড়ে দিলাম একটা দান, সামনের রিক্সাওলাকেই প্রথম বললাম, শাহবাগ যাবেন? সেও দেখলাম কম যায় না। সেও ছুঁড়ে দিলো দান, যামু, ১২ টাকা। আমি হাসলাম।
আমার সামনে এতগুলো রিক্সা। আমার আর চিন্তা কি? শান্ত স্বরেই বললাম, ৮ টাকা দিবো, যাবেন? রিক্সাওয়ালা ১০-এ ই ছেড়ে দিলো। এগুতে পারলো না আর, আর আমি বুঝে গেলাম আমার তাসের রাজত্ব । সুতরাং আমি তখনও খেলায়। এবার জয়ী ভঙ্গিতে সব রিক্সাওয়ালাদের বললাম কে যাবে শাহবাগ ৮ টাকায়? দোনমনা করেও রাজি হয়ে গেল একজন।
আমি বিজয়ী বেশে উঠে পড়লাম রিক্সাটায়।
হয়তবা সামনে অন্য কোন জুয়ায় হেরে যাব আমি। হতে পারে শাহবাগের মোড়ে, অথবা ফার্মগেট। চলার পথে এখানে ওখানে পায়ে পায়ে জুয়া। এ খেলা এড়ানো অসম্ভব।
এ তো সব অর্থনীতি, মুক্ত বাজার অর্থনীতির চাহিদা আর যোগানের খেলা, সবইতো জুয়া।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।