অমায়িক একটা ছেলে। প্রতিটা খারাপ মানুষের জীবনে একটা সময় ছিল যখন সে খারাপ ছিলনা। খারাপ কথাটা বলতে অনেক কিছু বুঝায়, আমি এইখানে একজন মুসলমান হিসেবে ঐসকল কাজকে বুঝিয়েছি যা ইসলামের এবং সমাজের দৃষ্টিতে খারাপ অর্থাৎ পাপ । এমন যদি হয় একটা মানুষ ১০ বছর থেকে কোন একটা খারাপ কাজ করে আসছে তাহলে অবস্যই ১০ বছর পর্যন্ত খারাপ ছিল না। আজ একটা চায়ের স্টলে বসে চা খাওয়ার সময় আমার চেয়ে বয়সে ছোট হবে এক অপরিচিত ছেলের মোবাইলে কথা বলা শুনে আমি আমার অতীতে করে আসা একটা খারাপ কাজের জন্য আমার জীবন থেকে হারিয়ে যাওয়া অনেক মূল্যবান সময়ের কথা ভাবতে থাকি আর চিন্তাকরি ছেলেটা যদি বুঝতে পারতো এই কাজটা তার সুন্দর জীবনটাকে অনেকভাবে প্রভাবিত করছে যা সে এখন বুঝবেনা,অনেক কিছু হারিয়ে যাওয়ার পর হয়ত বুঝতে পারবে আর আফসোস করবে।
একসময় "জুয়া" নামের একটা খারাপ কাজে আসক্ত ছিলাম এবং আমি যখন ভর্সিটির ১ম সেমিস্টারের ছাএ,আমার ১৯ বছর বয়স থেকে ২২ বছর বয়স পর্যন্ত এই খারাপ কাজটা অবলিলায় করে এসেছি।
আপনার কাছে আমি আমার বাস্তব জীবন থেকে যা শিখতে পেরেছি, ঐকথাগুলাই শুধু বলবো একটু ধ্যর্যধরে পরবেন প্লিজ। আমি গুছিয়ে লিখতে পারিনা এবং বানান ভুল হয় আর এতো ধর্যধরে পড়ার পরে যদি মনে হয় ভেবেছিলেন অনেক বড় পাপ হবে কিন্তু সেই তুলনায় আপনাকে নিরাস করেছি তাহলে দুঃখিত।
সবকিছু শুরুর পিছনে একটা ছোট অনুপ্রেরনা থাকে, আমার অনুপ্ররনা ছিল আমার এক বন্ধু, একটা কথা আছে সৎসঙ্গে স্বর্গবাস আর . ....সবারই জানা বাকীটুকু নাই বলি কারন আমার অনেক ভালো একটা বন্ধু, যেহেতু কোন যুক্তিতে আজও পর্যন্ত আমি তাকে বুঝাতে পারিনি কাজটা খারাপ, আমার বন্ধুটাকে সরাসরি অসৎ বলাটা ঠিক হবে না। তাই বলবো যে,আমার খারাপ কাজের শুরু আমিই করেছি আমার এক বন্ধুর সাথে।
আমার দ্বারা কৃত সেই খারাপ কাজটার আধুনিক নাম হচ্ছে বেটিং অর্থাৎ গেম্বলিং । হয়ত আপনি ভাববেন এ আর এমন কি খারাপ কাজ ! আমার জীবনে এই খারাপ কাজটার প্রভাব সম্পর্কে শুনার আগে এই কাজটা করার জন্য আল্লাহ যদি মাফ না করেন তাহলে আমি যে কখনও জান্নাতে প্রবেশ করতে পারবনা এই চরম এবং কঠিন সত্য কথাটা জেনে রাখুন।
তখন ২০১০ । আমার বন্ধু প্রতিটা খেলায় বাজি ধরে,জিতে হারে। একদিন আমার বন্ধুটার সাথে একটা ম্যাচে বাজি ধরলাম হাজার টাকা,আমার কালো অধ্যায়ের প্রথম বাজি জিতলাম।
টাকার মোহ,লোভ এমন কিছুই না,সম্পুর্ন ব্যাপারটা হচ্ছে আসক্তি। আপনি যখন জিতবেন তখন অবস্যই আবার খেলতে ইচ্ছা করবে, আর যখন হারবেন বিশ্বাস করেন আরও বেশি খেলতে ইচ্ছা করবে,জিতার জন্য। জানিনা ভাগ্য কেন আমাকে খারাপ হতে এতো সহযোগিতা করেছিলো। তারপর ৩ বছর অনেক জিতেছি, হেরেছি,,,অনেক হয়তো আপনি বিশ্বাস করবেন না। ৩বছর এর মধ্যে আমার জীবনে অনেক কিছুই বদলে যায়।
জীবন থেকে অনেক কিছুই হারিয়ে যায়। পড়ালেখার মনমানসিকতা হচ্ছে আমার হারানোর তালিকার প্রথম নাম। বিশ্বাস করবেন বাজির টাকায় কেনা বাইক দিয়ে আমি আমার স্বাভাবিক ভাবে চলাফেরার ক্ষমতা হারিয়েছি,আমি বিশ্বাস করি এমন হয়েছে কারন ঐ টাকাটা আমার হারাম ছিল। তখন আমি বুঝতে পারলাম আমি এতোদিন যা করছি তা ছিল হারাম। হারাম রক্ত আমার শরীরে।
আমি অনুতপ্ত এবং এইজন্য আল্লাহর কাছে সারা জীবন মাফ চেয়ে যাব।
এখন প্রত্যেকটা ইয়াং ছেলেই আইপিএল ,বিপিএল নিয়ে বাজি খেলে,ফ্যাসন। কারও আবার ফ্যাসিনেশন। কেও কেও জান্নাত মুভির ইমরান হাসমি।
আপনি যাই করেন আপনার বেপার, কিন্তু আমি এই আসক্তি থেকে বের হতে পেরেছি আর আমি জানি আপনি আজকে হয়তো সখ্ ,ফান , লাক কেমন যাচাই বাচাই যাই বলেন এই আসক্তি থেকে মুক্তি পেতে হলে আপনাকে অনেক কিছু হারাতে হবে।
হয়ত অনেক টাকা হারাবেন,জীবনের মুল্যবান সময় হারাবেন কিন্তু আপনি কিছু পাবেন না এই গ্যারান্টি দিতে পারব। আর আমি এইটাও জানি আপনি যদি একবার এই বাজির মাজা পেয়ে থাকেন তাহলে আমার কথাগুলা আপনার কাছে মনে হবে "বাকওাস" ।
ভবিষ্যতে কি অপেক্ষা করছে এই কথা নাইহোক আশা করি ঊপরওয়ালার কথা চিন্তা করে আজকের পর থেকে আর বাজি , বেটিং , গেম্বলিং যাই বলেন, ঐ কাজটা আর করবেন না,কারণ ঐকাজটার বাংলা নাম হচ্ছে "জুয়া"।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।