আমাদের কথা খুঁজে নিন

   

বন্ধ করে দাও সব ক্যান্টনমেন্ট।

কাঙাল জানিয়া বাবা দিও দরিশন, অধম জানিয়া বাবা দিও দরিশন.....

টাটা পশ্চিমবঙ্গে কারখানা করতে পারেনি। বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র না হইয়া যদি ভারতের একটি প্রদেশ হইতো তবুও টিপাইমুখ বাঁধ নির্মান করার প্রস্তুতি নিতে পারতো না। মমতাব্যানর্জীরা মুখ্যমন্ত্রীর মায়া ছেড়ে দিয়ে আন্দোলন করে যেত । এবং এক সময় কেন্দ্রীয় সরকার পিছু হটে যেত। প্রসঙ্গঃ হায়রে অসহায় স্বাধীনতা।

আমার যা ইচ্ছা তাই করার স্বাধীনতা। কবি শামসুর রহমান লিখেছিলেন স্বাধীরতা আমার স্বাধীনতা। ভারতকে আমরা একটা থ্রেটও করতে পারি না। তাহলে কি হবে এই সেনাবাহিনী দিয়ে। কাদের সাথে যুদ্ধ করার জন্য রাখছি এদের।

বন্ধ করে দাও সব ক্যান্টনমেন্ট। একটা একটা করে সব নদীর উজানে ওরা বাধ দিয়ে যাচ্ছে। মাননীয়, প্রধানমন্ত্রী আপনি কি একদিন পানি পান না করে বাঁচতে পারবেন। পানি না থাকলে নদী কি করে বাঁচবে। বর্তমান প্রজন্ম কি চায়।

বাঁচার মতো বাঁচতে চায়। ধুকে ধুকে বাঁচার চেয়ে একবারে মরে যাওয়া ভালো। বাংলাদেশী বাঙ্গালীরা একটি আত্মমর্যাদাবান জাতি হিসাবে বেঁচে থাকতে চাই । আমাদের মাথার উপর অন্য কোন জাতী গোষ্টি ছড়ী ঘোরাবে আমরা মেনে নিতে পারবো না। আমরা চাই বিশ্বে একটি আলাদা মর্যাদা এবং আমাদের পাসপোর্ট দেখে বলবে সব ইমিগ্রেসন কর্মকর্তারা ওরা বাঙ্গালী ওরা বীরের জাতি।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.