*~*জীবনে যত কম প্রত্যাশা থাকবে ... .. . তত বেশী ভালো থাকা যাবে*~*
১:
চিকনা মিয়ার মাইনাসের
পরিণাম বেদনা,
তা কি ভাইজান
এখনো জানেনা। ।
২:
কি যে স্বাস্হ্য চিকনার
সে কি খাবার খায় না,
এই চিন্তায় সবাই আরাম করে
রাতে ঘুমুতে ও পারি না। ।
৩:
ফুলের মতো না
চিকনার চরিত্র,
তার মাইনাসের মতো
বড়ই বিচিত্র।
।
৪:
চিকনার মাইনাস পেয়ে
বেদম হাসি,
প্লাস পেলে তো রীতিমতো
ধেই ধেই করে নাচি। ।
৫:
চিকনা মিয়ার জন্য
চিকনি ভাবী খুঁজি,
হাতে ছিলো যত পাত্রীর বৃত্তান্ত
তা করে নিয়ে পুঁজি। ।
(সবাই চিকনা মিয়াকে নিয়ে লিখে জেরীর মন চাইল সে চিকনার জন্য কোবতে লিখবে। কোবতে লেখার অভ্যাস ভালো না। সারাক্ষণ মাথায় কোবতের লাইন কিল-বিল করে আর তা লেখার জন্য হাত নিশপিশ করে। কি যে হবে জেরীর?)
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।