আমাদের কথা খুঁজে নিন

   

চিকন মিয়ার মাইনাস

কিছু নিজের লেখা আর কিছু নেট থেকে ঘষামাজ়া করা, কেউ অন্য কোথাও লিখতে চাইলে প্লিজ জানাবেন ©

চিকন মিয়া আগে ভাগে, মাইনাস দিতো সবার ব্লগে, এখন দিন পাল্টাইছে, চিকন মিয়া প্লাসাইছে। ব্লগার কিন্তু খুশীনা, প্লাস নিয়াই যাতনা, আসল কী ঘটনা, চিকন মিয়া বলোনা। চিকনা বলে ভাইরে, মনে সুখ নাইরে। মাইনাস দিয়া জ্বালাইছি, কত জনরে রাগাইছি, সেই দুঃখে দুঃখি আমি, সময় কাটেনা দিবা যামি। গোপনে বলি কানে কানে সবার লিখাই মনে টানে। প্লাস মাইনাস কিছুই না ব্লগের পাতা ছাড়ি না। সবাইরেই বন্ধু ভাবি, মাইনাসই ছিলো মোর হবি। কিন্তু আমরা বলি চিকন মিয়া যাও মোদের মাইনাস দিয়া। তোমার যাহা মাইনাস তাহাই আমাদের প্লাস তাই তুমি যেওনা, নিজে মাইনাস হয়োনা।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.