মন'রে কৃষি কাজ জানো না, এমন মানব জমিন রইলো পতিত, আবাদ করলে ফলতো সোনা
ভাবতাছি মইরা গেলে এই চিকিন বিরিয়ানী, শামী কাবাব, মিষ্টি মিষ্টি গলায় মেয়েদের কেমন আছো এসব খাওয়া হইতো না। না খাইলে কপালটা কার খারাপ কওন যায়। শামী কাবাবের কপাল খারাপ , যে হে আমার ভোগে আইলো না , না কি আমার কপাল খারাপ যে শামী কাবাবরে খাইতে পারলাম না। ভীষণ জটিল সিচ্যুয়েশন।
এবার আরোহন এবং অবরোহণ পদ্ধতি বুঝা যাক।
আমার এক বেকুব ছোট ভাই কইল, 'পাপী মানুষ সহজে মরে না'।
এক বিবাগী সিনিয়র ভাই কইল ' ভাল মানুষ তাড়াতাড়ি মইরা যায়'।
দুইজনে শেষতক একই কথা মিন করল। আমার মনে হয় এইটা ইন্টারমিডিয়েট যুক্তিবিদ্যা বইয়ে আরোহন এবং অবরোহণ এর উদাহরণ হিসেবে দেওন যায়।
কূটনৈতিক সমর্্পকের এক ভাই কইল, 'আল্লাহ্ যারে পছন্দ করে না তারে নিয়া যায় '।
একই কথা।
তয় একটা জিনিস আমি নিশ্চিত মইরা গেলে আইজকা লানচে এই চিকিন বিরিয়ানী খাওয়া হইতো না। চিকিন এবং বিরিয়ানীর একটা যৌথ দুঃখ থাকতো যে হেরা আমা র্কতৃক ভক্ষিত হয় নাই।
পরম করুণাময় আমারে আরো কিছুদিন জীবিত রাখুন ওদের দুঃখ লাঘবের জন্য। আমিন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।