আমাদের কথা খুঁজে নিন

   

উদাসী দোয়া প্রার্থী! সোজা বাংলায় দোয়া চাইতাছি!

আসেন দুর্নীতি করি। আর এই দুনিয়াটাকেই খুচাই!

আইজকা মেলা উদাস দিন। সকাল বেলা অবশ্য আমার উদাসী ভাব উধাও। সবকিছু প্লান মত এগুচ্ছে। সমস্যাও হচ্ছে কিন্তু মিটিগেশন প্লান আগেই চিন্তা করা ছিলো।

এছাড়া ব্যাক আপ তো আছেই। তবে সব আজাইড়া খরচ বাদ। কনসেন্ট্রেট করতে হইবো জীবনের কেপিআইটারে আরো উপরে উঠানোর জন্য। সকল আইপি গুলানরে এখন হোস্ট হিসেবে ডিজাইনের দরকার হইয়া পড়ছে। এফএলএসম এর দিন শেষ মেলা আগেই, এখন ভিএলএসএম।

মাথার মধ্যে খালি সিসকো ঘুরতাছে। প্রিয় মানুষ আইটি সিকিউরিটির উপর পরীক্ষা দিতাছে। তার একটা প্লান আছে এইটা নিয়া। আমি জানি সেও খুব ট্যাক্টফুল প্লান করছে। যখন কথা হইতো তখন তারে বলতাম টেক ইট ইজি, আমার মনে হয় আমার কোনো কথা না শুনলেও এ কথাটা শুনবে! এবার সে পাশ করবেই।

বাংলাদেশের প্রথম সার্টিফায়েড স্পেশালিস্ট হিসেবে সে নাম লিখাক ইতিহাসে এটাই আমি চাই। হয়তো একদিন গর্ব করে বলতে পারবো... না থাক সে চায় না তাই কখনো বলবো না। তবুও চাই সবাই একটু দোয়া করেন। পিচ্চির মুখে হাসি ফুটুক!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।