আমাদের কথা খুঁজে নিন

   

উদাসী স্বপ্ন এখানেই থামুক!

আসেন দুর্নীতি করি। আর এই দুনিয়াটাকেই খুচাই!

বয়স হইছে। দাড়ী গজাই গেছে। গায়ের জোড়ও আগের মতো নাই। চোখে তেমন ভালো কিছুই দেখি না।

ভাবলাম বোলগানী বন্ধ করুম নাকি! মাগার বন্ধ করনের কি দরকার, কয়দিন আজাইরা বিরতী দিলেই হয়। মাগার বিরতী দিলেই মন টানে। আর ইভা রহমানের অতি জনপ্রিয় বাম্পার ফ্লপ ঝাকানাকা গান 'মন মানে না' মনের মধ্যে খালি বাজে। ইদানিং মমতাজের 'উদাসী কোকিলার' গান যেইটা ওয়ারিদ মোবাইলের জাতীয় সঙ্গীত বানাই দিছে সেইটাও মনের মধ্যে বাজে। ইদানিং আমার এক তাবলীগের বন্ধু তাবলীগ ছাইড়া দিবো বইলা এসএমএস করছে।

খবর জানতে ওর বাপেরে ফোন দিলাম। ঘটনা যেইটা হইলো বাপ মায়ে ডিসিশন নিছে পোলারে বিয়া দিবো। ভার্সিটি পাশ সাইকোলজীতে ডিগ্রীধারী। তাই ওর বিয়া হওনের খবর বাতাসের আগে পৌছায় গেলো পাড়ায় পাড়ায়। কিছুদিন আগে সময় লাগাইতে গেলো টেপাখোলার মসজিদে তাবলীগে।

বন্ধুর মুখে আবার এক হাত লম্বা দাড়ী, মানে দুলাইনা দাড়ী। এক ৬০-৭০ বছরের বুইড়া আইসা কয়, "শুনলাম বিয়ার ডিসিশন নিছেন। আমার মাইয়ার বিয়ার টাইম হইছে। বয়স ২০। তা আপনের পোলার বয়স কত?" বন্ধু শুইনা হা হইয়া গেলো।

আরেকচাচা লগে আছিলো সেও কইলো "তার নাতনীর নাকি বিয়া হইতাছে না ৪ বছর ধইরা তা আপনের কয় পোলা?দুই পোলার কি একলগে বিয়া দিবেন নাকি?" এই কথা শুইনা আমীর সাবের লগে ততক্ষনাত দেখা কইরা কইলো বাসায় ইমিডিয়েট কাম আছে। ঐখান থিকা ফরিদপুর সদর নাইমা নাপতার দুকানে ক্লিন শেভড হইয়া বাপেরে কয় "আব্বাজান আমার অনুষ্ঠান পর্যন্ত আর দাড়ী রাখুম না!" বড়ই উচাটন কথা। কিসের মধ্যে কি? আসলে মাথায় বায়ু উঠলো মন আর মানে না, তখন চোখে খালি ইভা রহমান নাচে। আমারে অবশ্য আমার ইভা রহমান ফিরায়া দিছে মেলা আগে। আমি জানি এই খেলায় আমি হাইরা গেছি।

মন মেজাজ খারাপ। ইদানিং সাগরে টানতাছে আমারে মাগার সাতার জানি না। মনে হয় আমারে দিয়া কিছুই হইবো না। এমুন একখান জায়গায় যাই যেইখানে আমি একলা। আমার মতো একখান পোলা হারায়া গেলে কার কি? খালি বাপে মায়ে একটু কানবো, বোইনটার একটু মন খারাপ হইবো কারন সে জ্বালানের কাউরে পাইবো না।

মামতো চাচতো গুলান এতিমের মতোন কিছু দিন ঘুইরা বেড়াইবো। বন্ধু বান্ধব কইবো আজাব গেছে। আসলেই দুনিয়াটা এখন আজাব হইয়া গেছে আমার লিগা। হয়তো যেইদিন মনে হইবো আমার সকল কাজ সম্পন্ন হইছে তখন হয়তো সাগরে একটা ঝাপ দিমু। গভীর সাগরে।

হয় সাগরে হারায় যামু না হইলে কোনো লোকালয় বিহীন দ্বীপে নতুন জীবন শুরু করুম। আমার আর কি, এই দুনিয়ার কত মানুষ হারায়া যায়, আর আমি হারায়া গেলে তো কিছুই না। উদাসী স্বপ্নের নিকের আজ এখনই বিদায় হোউক! ইভা রহমানরে পাই নাই তো কি হইছে, জীবনে কত কিই তো পাই নাই, আর আমি না পাইলে কার কি! ফেসবুকে উদাসী বান্দর নিকটা হয়তো কিছু দিন চালামু, একদিন ওইটাও ছাইড়া দিমু! সবাইরে বিদায়। ফটুক খান ভালুকার একগ্রামে তুলা! কিছু স্মৃতি আপনেগো লগে শেষবারের মতো শেয়ার করলাম। আমার সাথে ইকবাল কাদের!


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।