আমাদের কথা খুঁজে নিন

   

উদাসী মেঘমালা ও আমি

আমি মেঘলা আকাশ দেখছিলাম আর ভাবছিলাম এমন ত হওয়ার কথা ছিল না তবুও হয়ে যায়। উদাসী মেঘ এসে বলে যায় এই কি তুই চেয়েছিলি? উত্তরে শুধু অপলক চেয়ে থাকি। আমার চেয়ে থাকা দেখে মেঘমালা শুধু হাঁসে। এ হাঁসিতে বিদ্রুপ কতখানি ছিল তা বলতে পারব না তবে বেদনা যে ছিল তাতে কোন ভুল নেই। উদাসী মেঘমালা আমি যদি তোমাদের মনের কথা বুঝতে পারি তাহলে আমায় নাও তোমাদের দলে, অনেক দিন উড়া হয়না, ভেসে বেড়ানো হয় না ঐ আকাশ নীলে। স্বপ্ন দেখা হয় না-হেঁটে বেড়ানো হয় না ঐ সবুজ মাঠ দিয়ে। জীবন খাতায় শুধু লাভ খতির হিসেব। আমি ক্লান্ত আমায় নেবে কি ভাই তোমাদের দলে? ঊদাসী মেঘমালা উত্তরে কিছু বলে না শুধু একরাশ ঠান্ডা বাতাসের পরশ বুলিয়ে দেয় আমার শরীরে তারপর চলে যায় কোন অজানায়। আর আমার মনে পরে যায় রবি দাদুর একটি গান............ মনে রয়ে গেল মনের কথা ---- শুধু চোখের জল, প্রাণের ব্যথা ! মনে করি দুটি কথা বলে যাই , কেন মুখের পানে চেয়ে চলে যাই, সে যদি চাহে মরি যে তাহে ---- কেন মুদে আসে আঁখির পাতা! ম্লান মুখে সখি সে যে চলে যায়, ও তারে ফিরায়ে ডেকে নিয়ে আয়, বুঝিল না সে যে কেঁদে গেল --- ধূলায় লুটাইল হৃদয়লতা !!!!!!!

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।