আমাদের কথা খুঁজে নিন

   

উদাসী

পাগলা তুই মনটারে এবার বাঁধ কেন রে তুই যেথায় সেথায় বাঁধিস প্রেম এর ফাঁদ? তুই কত ই করলি ভালবাসা, তবু তোর মিটল না আশা এই বার তুই একলা ভবে নয়ন ভরে কাঁদ। শীতল বায়ে আসলে নিশি তুই কেনরে হস উদাসী? জীবনের কথা আসলে শুধু হাসিস সুখের হাসি করবি কি তুই যখন বাজবে শেষ বাঁশি? জীবন ভর তুই দিলি শুধু ফাঁকি, কাঁটালি সময় শুধু মিথ্যে স্বপন আঁকি। সময় সময় শুধু অবহেলা জীবন টা কি তোর কাছে মনে হয় একটা খেলা? পাপ পুণ্যের এই খেলা ঘর বুঝিস না কেন কেও নয় আপন সব ই তোর পর বুঝবি সবই শুধু একবার তুই মর।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।