আমাদের কথা খুঁজে নিন

   

উদাসী পোস্টগুলো মুছে দিলেন কেন?

তোমার অস্তিত্বে সন্দিহান, তবু্ও সদাই তোমায় খুঁজি

একটু আগে উদাসী স্বপ্নের ব্লগটা দেখতে গিয়ে আশ্চর্য হওয়ার পাশাপাশি কান্না ও পেয়েছিলো। দেখলাম তার একটা পোস্টও নেই। ঠিক কী কারণে তিনি তার পোস্টগুলো মুছে দিয়েছেন তা আমি জানি না। তবে তিনি যে এর মাধ্যমে একটি অন্যায় কাজ করেছেন এ বিষয়ে কোন সন্দেহ নাই। তিনি হয়তো মনে করতে পারেন এটা তার ব্লগ ও তার লেখা এবং ঠিক একারণে তিনি এগুলোকে নিয়ে যা ইচ্ছা তা করতে পারেন।

তবুও তাকে আমার একটা কথা বলার আছে যা হলো শুধুমাত্র ব্লগে আসার আগ মুহুর্ত পর্যন্ত এগুলোতে আপনার স্বত্ত্ব ছিলো। কিন্তু আপনি যখন পোস্ট করলেন তখন তা আপনার একার নয়। এগুলোতে যারা মন্তব্য করেছিলেন, যারা প্রিয় পোস্ট হিসেবে রেখেছিলেনএগুলোতে তাদেরও অধিকারও ছিলো। আপনি তাদের সঙ্গে অন্যায় করেছেন। অন্ততঃ মুছার আগে তাদের জানানো বা অনুমতির প্রয়োজন ছিলো।

আমি মুর্খ মানুষ............এছাড়া আর কী বলতে পারি?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।