হাসলে কালো মেয়ের গালে
ঝিলের টলটলে জল খেলা করে
সেই জলে হারিয়ে যায় দুষ্টু বালকের ছোঁড়া
ছোট্ট ঢিল। টোল খাওয়া ঝিলে ঢেউ নাচে
কালো মেয়ে চুষে নেয় সব আলো বালকের;
জ্বলে ওঠে সে বালুর ক্ষেতে বৈকালিক রোদে
জোছনার ছাঁয়ায়, ঢেউয়ের মুখে;
আলো আর কলোর সংজ্ঞায়নে ভ্রান্তির লুকোচুরি
বালক দৃষ্টি হারিয়ে সৃষ্টি খোঁজে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।