বাংলাদেশ ব্লগারস এসোসিয়েশন সদস্য নং: ১০ । facebook.com/milton3d
একটা জিনিস লক্ষ্য করা যাচ্ছে, আমাদের কণ্ঠনালী কে বা কারা যেন বার বার চেপে ধরছে, আমরা যেন কথা বলতে না পারি। তারচেয়েও মারাত্বক কথা হলো, আমাদের হাতকে অবশ করে ফেলা হচ্ছে। আমাদের ব্লগিং করতে দেয়া হচ্ছে না। আমাদের কর্পোরেট গুলোতে এবং বাসায় আমাদের ব্লগিং বাধা দেয়া হচ্ছে।
ইতিমধ্যে আমাদের অনেক বন্ধু ব্লগিং করা ছেড়ে দিয়েছে বিভিন্ন প্রতিবন্ধকতার জন্য।
আমি একটি কথা দ্ব্যার্থহীন কণ্ঠে বলতে চাই, আমাদের এই বাক স্বাধীনতা অথবা লিখার স্বাধীনতা কেউ হরণ করতে পারবে না। যার জন্য প্রত্যেকটি ঘর থেকে প্রতিরোধ গড়ে তোলার আহব্বান জানাচ্ছি, আর ঘরে ঘরে দুর্গ গড়ে তোলার আহব্বান জানাচ্ছি। এর পরেও যদি আমাদের দাবী না মানা হয় তবে আমরা যুদ্ধ ঘোষনা করবো। সবাই বর্জ্রকন্ঠে আওয়াজ তুলুন:
============================
ব্লগিং করতে না দিলে, জ্বলবে আগুন ঘরে ঘরে
============================
কর্পোরেট গুলো প্রতি দাবী:
১।
আট ঘন্টার শ্রমসময়ের মধ্যে ব্লগিং করার জন্য আলাদা ভাবে চারভাগের এক ভাগ সময় দিতে হবে।
২। (১) নং শর্ত কর্তৃপক্ষ না মেনে নিলে কাজের ফাঁকে ফাঁকে ব্লগিং এর জন্য সময় দিতে হবে।
৩। অফিস থেকে যারা ব্লগিং করেন, তাদের পিসিতে হাই ব্যান্ডউইডথ এসাইন করতে হবে।
৪। কোন মতেই অফিসের ব্লগারগণদের উপরে নজরদারী করা যাবে না।
নিজ আবাসের প্রতি দাবী
১। পর্যাপ্ত সময় দিতে হবে ব্লগিং করতে।
২।
বাড়ীর গৃহস্থালী কাজ সন্মানিত ব্লগারদের দিয়ে করানো যাবে না।
৩। স্ত্রী কখনই স্বামীর উপর খবরদারী করতে পারবেনা ব্লগিং এর জন্য।
৪। বাবা-মা কখনই ব্লগার সন্তানের উপর খবরদারী করতে পারবেন না।
আপনাদের কাছে অনুরোধ কেউ যদি আরো গ্রহনযোগ্য দাবী উল্লেখ করতে চান তবে কমেন্ট আকারে দিন, সেটা পোষ্টে আপডেট করা হবে।
বি:দ্র:- আমাদের দাবী নিয়ে কেউ মুচকি হাসি, ভেচকী, কটুকথা বা হুমকি দেয়ার মত কোন কর্মকান্ড করতে পারবেন না।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।