চলমান চিত্র বাংলাদেশ
প্রতিবার প্রতিটি স্থানীয় কিংবা সংসদ নির্বাচনে প্রায়ই শুনি ভোটার তালিকা ঠিক নেই - কেউ বলে বাদ পড়েছে, আর কেউ বলে অতিরিক্ত হয়েছে, আর স্থানীয় প্রসাশন নির্বাচনে শুনি অন্য এলাকার বা বাহিরের লোট এনে ভোট দিচ্ছে ইত্যাদি। এতে করে নষ্ট হয় অনেক মূল্যবান সময় এবং পরাজিত প্রাথর্ীদের শুরু হয় আন্দোলনের ও অবরোধের ডাক।
তাই আমার মতে আগামী নির্বাচন গুলোকে স্বচ্ছ করতে জেলা গুলোতে কোন খ্যাতনামা ইন্টারনেট বা ওয়েপ পেজ প্রসেসিং সংস্থার দায়িত্বে দিয়ে, দেশের সকল নাগরিকের ডাটা বেজ তৈরী করা যেতে পারে।
এ ডাটা বেজে দেশের সকল নাগরিকের নাম, পিতা/মাতার নাম, ছবি, বয়স ও ঠিকানা লিপিভূক্ত থাকবে। এবং প্রতি বৎসর তা আপডেটেড করবে।
যা আদম শুমারীর প্রয়োজনে উক্ত ডাটা বেজ থেকেই দেশের জনসংখ্যা জানা যাবে এবং ডাটা বেজ কে রি-সটির্ং করে যাদের বয়স 18 বৎসর হয়েছে তাদের তালিকা বের করা সহজ হবে- যা ভৌটার তালিকা হিসাবে ব্যবহার করা যাবে। এতে করে নিভুল ভোটার তালিকা যেমন তৈরী হবে তেমনি দেশের জনসংখ্যাও জানা যাবে। এই প্রক্রিয়ায় প্রতিটি খ্যাতনামা ইন্টারনেট বা ওয়েপ পেজ প্রসেসিং সংস্থা তাদের নিদির্ষ্ট জেলায় প্রতিটি নাগরিকের নাম, ছবি, বয়স ও ঠিকানা বাড়ি বাড়ি গিয়ে সংগ্রহ করবে। কারো ছবি না থাকলে তারা সে ছবি তোলার ব্যাবস্থা করবে। তারপর সকল ডাটা গুলো এনে ডাটা বেজে সংরন করবেন।
এভাবে 64 টি জেলার ডাটা সংগ্রহ করে তা কেনি্দ্রয় ভাবে একত্রিকরন করবে, তার পর সম্পাদনা করবে। নাগরিকের নাম, পিতা/মাতার নাম, ছবি, বয়স রি-সটির্ং করে - দেখেনিবে একই ব্যাক্তির নাম দু'বা ততোধিক স্থানে বা জেলায় লিপিভূক্ত হয়েছে কিনা। সমপূর্ণ নিশ্চিত হয়ে তা নিভুল তালিকা করবে। এতে কওে দ্বৈও ভোটার কিংবা ভোটার বাদ পড়ার সম্ভবনা থাকবেনা । বিষয়টি যে কেহ বা সংস্থা স্ব-প্রনোদিত হয়ে করতে পারে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।