জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বর্তমান নির্বাচন পদ্ধতি সংস্কারের প্রস্তাবনা দিয়েছেন।
রাজধানীর হোটেল সোনারগাঁও এ এক সংবাদ সম্মেলনে তিনি এ প্রস্তাব জাতির কাছে তুলে ধরেন।
এরশাদ বলেন, সংসদ নির্বাচনে কোন দল সারা দেশে সামগ্রিকভাবে যে ভোট পাবে তার উপর ভিত্তি করে আনুপাতিক হারে সংসদের আসন বণ্টন করা হোক।
তিনি আরও বলেন, নতুন এ পদ্ধতি চালু হলে সকল দল সরকার গঠনে সুযোগ পাবে। কেউ নির্বাচনে পেশীশক্তির জোর খাটবে না।
কারণ এ পদ্ধতিতে নির্বাচনের জন্য দলগুলোকে জনমত গঠন করতে হবে। '
আগামী নির্বাচন নিয়ে জনমনে সংশয় অনিশ্চয়তা রয়েছে উল্লেক করে তিনি বলেন, রাজনৈতিক সঙ্কট নিরসনের একমাত্র উপায় নির্বাচনে সবদলের অংশ গ্রহণের নিশ্চিত করা। এটা করতে না পারলে অনেক সমস্যা থেকে যাবে।
এ নির্বাচন কমিশনের অধিনে সুষ্ঠু নির্বাচন সম্ভব কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, এ কমিশনের অধীনে সুষ্ঠ নির্বাচন সম্ভব নয়। এ কমিশনের উপর জনগণের কোন আস্থা নেই।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম মেম্বার কাজী জাফর আহমদ, ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, দলের মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, দলের প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু, এসএম ফয়সল চিশতী, তাজুল ইসলাম চৌধুরী, সুনীল শুভ রায় প্রমুখ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।