েদশেক িনেয় িচন্তা করুন। সময় এেসেছ প্রিতবাদী হোয়ার
আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র। সেশন শেষ করার ব্যাপারে কোন টেনশন ছিলনা। মাঝে মাঝে খুব বিরক্ত হতাম যে একটা দুটো দিন ক্লাস বন্ধ থাকলে কি এমন ক্ষতি হত কিন্তু এখন হাঁড়ে হাঁেড় টের পাচ্ছি একদিন ক্লাস বন্ধের জন্য যে বিরক্তির আবেদন ছিল তা এখন নিত্ত নৈমত্তিক ব্যপার। একে একে তিন মেধাবী ছাত্রের মৃত্যু আমার মত সকল স্টুডেন্ট কে বিশ্ববিদ্যালয় যাওয়ার ব্যপারে আতংকিত করে তোলে। তাই আমি এবং আমরা হতাশ আমার শিক্ষাজীবন নিয়ে আমাদের জীবনের নিরাপত্তা নিয়ে। অথচ ইতিহাস বলে গত সাত বছর একটি দিনের জন্য ক্যাম্পাস বন্দ থাকেনি হয়নি কোন খুন খারাবী তাহলে আজকে এ অবস্থা কেন?
আজকে চবির ছাত্রলীগের চাঁদাবাজি , অত্যচারের কারনে বিশ্ববিদ্যালয়ের অনেকগুলো হোটেল মালিক তাদের হোটেল বন্ধ করে বাড়িতে চলে গেছে। শুধুই তা নয় ক্যম্পাসের সাইবার ক্যাফগুলো আজ আর খুজে পাওয়া যায়না কারন আমাদের সোনার ছেলেরা সারাদিন নেট ব্রাউজিং করে বিল না দিয়ে চলেযায়।
কোথায় আজ মানবতা?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।