নিজের সম্পর্কে এখনো অনুসন্ধান চলছে ...তাই এখন কিছু বলতে পারছিনা... অনুসন্ধান কখন শেষ হবে সেটাও জানি না আমি । সচেতন ও বলা যায় না নিজেকে অচেতন ও না তাই আমার এই অবচেতন অবস্থান ।
"ব্রাজিল-আর্জেন্টিনা "
খেলা শুরু হবে কিছুক্ষন পর । আর্জেন্টিনা দলে মেসিও আছে । এবং মজার বিষয় হলো মেসি খেলার রেফারীও ।
আর ব্রাজিল দলের কেউ খেলছেন না। তবুও খেলা সুষ্ঠ ভাবেই হবে বলে জানা গেছে । ব্রাজিল দলের প্লেয়ার রা মাঠের আশে পাশে আসলেও জেলে দেয়া হবে তাই ভিডিও পাঠিয়ে গালি গালাজ করছে তারা । আর স্টেডিয়ামের বাইরে থেকে ইট পাটকেল মারছে গোপনে । এতে দু দলের দর্শকরাই আহত ও নিহত হচ্ছে , প্লেয়ার দের কিছুই হচ্ছে না ।
এবং আর্জেন্টিনার প্লেয়াররা দুঃখ প্রকাশ করছে তাদের নাকি খুব কষ্ট হচ্ছে । ব্রাজিলের সবাই নাকি সন্ত্রাসী। আর্জেন্টিনার সমর্থন কারীরা সবাই অকথ্য ভাষায় গালি গালাজ করছে ব্রাজিলিয়ানদের কে । যাই হোক রেফারী নাকি মেসিই থাকবে । এবং খেলা নাকি সুষ্ঠ ভাবেই হবে ! এবং তারা শান্তি চায় ।
তাদের চোখে পানি এসে যায় কষ্টে । তারা শান্তি চায় । আহা!
*( মনে করবেন না আমি ব্রাজিলের সমর্থন করি বলে এটা লিখেছি । আমি এটা লিখেছি কারন আমি অন্ধ না , বোবাও না , হাতও আছে এখনো , বোকা তবে ওত বড় বোকাও না এবং সবচেয়ে বড় কথা কারো পা চাটা গোলাম না , যা হচ্ছে আর সহ্য হচ্ছে না। আর্জেন্টিনা যদি ভালো খেলে তবে কেন নিজের দলের প্লেয়ারকেই রেফারী বানাতে হবে ? তাছাড়া ব্রাজিল তো বলছে না যে তাদেরকে বিজয়ী ঘোষনা করা হোক ।
তারা চায় সুষ্ঠ খেলা । যাই হোক আমি স্পেইনের সমর্থক । )
*স্পেইন মানে আবার কাকুও হতে পারে কিংবা বিকল্প ধারাও হতে পারে । যে যত কিছুই বলুক না কেন আমার মতে কাকুই সবচেয়ে বুদ্ধিমান । সার্ভাইবেল অফ দ্যা ফিটেস্ট এই গেমে তিনি এখনো সার্ভাইব করে আছেন! এটাই বা কম কি!
* যাই হোক কাল্পনিক এই লেখা কোন বাস্তবতার সাথে মিলে গেলে লেখককে জেলে দিয়ে দিন ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।