http://banglablogpolitics.blogspot.com
অন্য একটি ব্লগে নিচের অ্যানালাইসিসটি প্রকাশিত হয়েছে কিছুক্ষণ আগে। সচলায়তন নামের একটি ফোরাম নিষিদ্ধ হয়েছিল বলে যে গুজব রটেছিল, এর মাধ্যমে তার অবসান ঘটল। অনেকদিন পর সকল ব্লগার এবার স্বস্থির নিঃশ্বাস ফেলতে পারবেন।
অ্যানালাইসিসটি হল এরকম-
"খুব শর্টকাটে বলছি ।
সচলায়তন এর সার্ভার/হোস্টিং ডিটেইলসঃ
IP Address: 69.89.31.86
Server Type: Apache/2.2.9 (Unix) mod_ssl/2.2.9 OpenSSL/0.9.8g DAV/2 mod_auth_passthrough/2.1 mod_bwlimited/1.4 FrontPage/5.0.2.2635
Name Servers:
ns1.bluehost.com
ns2.bluehost.com
সেইম আইপি ও সার্ভারে কমপক্ষে ৩২২ টি সাইট হোস্টেড আছে ।
এগুলোর মধ্যে যে গুলা আইপি 69.89.31.86 ও ৮০ পোর্টে আছে সেগুলার কোন টাই বাংলাদেশে দেখা যায় না। ইয়েস, দেখা যায় না।
আর এই ৩২২ টা সাইট এর ও যে সেইম আইপি সেগুলা টেস্ট করতে পারেন http://www.who.is এ গিয়ে। জাস্ট সাইট এর নাম দিয়ে সার্চ দিলেই পেয়ে যাবেন এই সাইটগুলা ও আইপি 69.89.31.86 ও 80(eighty) পোর্টে আছে।
সো, আমার ফাইনাল কমেন্টঃ
১- এই সাইটগুলো বাংলাদেশে না দেখা যাওয়ার জন্য সচলায়তন দায়ী না।
২- বাংলাদেশ সরকারও অফিসিয়েলী সবগুলা সাইট ব্লক করে নাই।
৩- এটা বিটিসিএল / ব্লুহোস্ট এর কারিগরী সমস্যা।
আরো একটি টেকি অ্যানালাইসিস দেখুন এখানে
সূত্র : বিস্তারিত দেখুন এখানে
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।