আমাদের কথা খুঁজে নিন

   

পাবলিক লাইব্রেরী চত্বরে মিশ্র অনুভুতির কিছু মুহুর্তগুলি

বাংলাদেশ ব্লগারস এসোসিয়েশন সদস্য নং: ১০ । facebook.com/milton3d

গতকাল বিকাল ৫ টা নির্ধারিত ছিল একটি আড্ডার জন্য। সারাদিন বৃষ্টির ঝিরিঝিরি বর্ষন সবার মন কিছুটা ব্যাকুল করে তুলেছিল, সে কথা সত্য। কিন্তু বিকালের পর থেকেই রোদের একটা ঝিকিমিকি খেলা মনটা উতালা করেছিল এইজন্যই যে, শেষ পর্যন্ত সবাই হয়ত আসবে। ঠিক ঘটেছিলও তাই।

একটা শ্রেফ আড্ডা। কিছুক্ষণ মুহুর্ত একসাথে একান্তে কথা বলা। সোয়া পাঁচটার পর থেকে সবার একে একে উপস্থিতি মুখরিত করেছিল সেই চত্বর। আগে এসেছিল রাসেল। তারপর আমি।

তারপর একে একে অনেকে। টানা আড়াই ঘন্টা চলল। নিজের কিছু অভিজ্ঞতা, কিছু দুঃখ, আর কিছু আনন্দ জায়গা করে নিয়েছিল পুরোটা সময়। সবাই উপভোগ করেছে, সেটা সন্দেহ নাই। রাজশাহী থেকে এসেছিলেন ব্লগ বন্ধু মামুন সাহেব।

আর কয়েক হাজার কিলোমিটার দুর-প্রবাস থেকে এসেছিলেন নাজিরুল হক। আর আমরা কয়েকজনা উপস্থিত হয়েছিলাম যারা স্থানীয়। মাঝে মাঝে এমন মিলনমেলার আয়োজন কিন্তু মন্দ না। পোষ্টের সাথে কিছু মুহুর্তের ছবি দিলাম।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.