বিশ্বের বুকে বিতর্কের নয়নমণি ও ভাঙ্গা গড়ার এক নাম পাকিস্তান। নাম পবিত্রতায় পূর্ণ হলেও অপবিত্রতাই তাদের নিত্য সাথি। নোংরামী যাদের সাথে খেলা করে তারা আর কিইবা করবে?
বাংলার কোটি জনগণের প্রানের মাঝে পাকিস্তান বেচে আছে ঘৃণার অগ্নি বিষ্পোরণ হয়ে। যাক এইবার মূল কথায় আসি।
মালালা পাকিস্তানের ইতিহাসে একটি নাম হয়তবা কিছু দিনের জন্য! কিন্তু বাংলাদেশ আজীবন থাকবে একটি স্বাধীন দেশ হিসেবে।
তার সার্বভৌমত্ব আছে কিন্তু মালালার কি সার্বভৌমত্ব আছে?
সর্বজন স্বীকৃত একটি সন্ত্রাসী রাষ্ট্র যুক্তরাষ্ট্র আর তার প্রজনন কেন্দ্র পাকিস্তান। যেখানে ক্রিকেট পর্যন্ত আঘাতে জর্জরিত তাদের মুখে বড় কথা মানায়না হয়তা তা পাকি ক্রিকেট বোর্ড বুঝে গেছে তাই তারা চুপ।
ভাগ্যের নির্মম পরিহাস যে একটু পা চটে গেল তার নাম মালালা। একটি বিতর্কিত নাম! অন্তত আমার কাছে। সে আবার একটি সার্বভৌমত্বকে নিয়ে কথা বলে।
বাংলার ক্রিকেটাররা টাইগার। অবশ্যই টাইগার। বাঘ ভেড়া নয় হরিণ শিকার করতে প্রস্তুত থাকে। তবে বনে যদি হরিণ না থাকে তবে শেয়াল শিকার করাও তার জন্য আবশ্যক হয়।
আমাদের বিতর্কের মালালা টু করলেন।
তিনি বললেন- বাংলার টাইগাররা নাকি বিড়াল। আসলে আপনি ভালই বুঝেছেন। যেটা আপনাদের ইয়াহিয়া-ভূট্টু সাহেবরা বুঝলেননা।
আমরা যদি বিড়াল হই অবশ্যই আমরা বিড়াল কারণ ১৯৭১ সালে এই বিড়ালরাই পাকি ইদুর গুলোকে শিকার করেছিল। বিড়ালের হাতে ইদুর পড়লে যা হয় তাই হয়েছে।
আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের ইদুর-বিড়াল তত্ত্ব উপহার দেওয়ার জন্য। আপনি তাহলে বুঝেছেন ১৯৭১ সালে আপনাদের ইুদুর গুলো বিড়ালের সাথে পাল্লা দিতে চেয়েছিল।
ধন্যবাদ.... আবারো.. ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।