আমি কেউ না তালেবানের গুলিতে আহত হয়ে যুক্তরাজ্যে চিকিত্সাধীন পাকিস্তানের নারীশিক্ষা-অধিকার কর্মী মালালা ইউসুফজাইকে (১৫) শান্তিতে নোবেল পুরস্কার দিতে ৬০ হাজারের বেশি মানুষ একটি আবেদনে স্বাক্ষর করেছে। এদিকে শুভাকাঙ্ক্ষীদের ধন্যবাদ জানিয়েছে মালালা। আজ শুক্রবার বিবিসি অনলাইনের খবরে এ কথা জানানো হয়।
মালালাকে নোবেল পুরস্কার দিতে ৬০ হাজারেরও বেশি মানুষ একটি আবেদনে স্বাক্ষর করে। তাকে নোবেল শান্তি পুরস্কার দেওয়ার দাবি নিয়ে যুক্তরাজ্যে প্রচারণা শুরু করেছেন নারী-অধিকার কর্মী শাহিদা চৌধুরী।
তিনি বলেন, ‘মালালা কেবল একজন কিশোরীর প্রতিনিধিত্ব করছে না, নারী হওয়ার কারণে যারা শিক্ষা থেকে বঞ্চিত, তাদের সবার কথাই বলছে সে। যুক্তরাজ্যসহ গোটা বিশ্বে এমন অনেক নারী রয়েছে। আমি তাদেরই একজন। ’
শাহিদা চৌধুরী বলেন, ‘মালালা নোবেল শান্তি পুরস্কার পেলে বিশ্ববাসীর কাছে এই বার্তা পৌঁছাবে, যারা নারী শিক্ষার জন্য কথা বলেন বিশ্ব তাদের কর্মকাণ্ড দেখছে এবং তাদের পাশে দাঁড়াবে। ’
এদিকে যুক্তরাজ্যের কুইন এলিজাবেথ হাসপাতালে চিকিত্সাধীন মালালা।
মেয়ের পাশে থাকা বাবা জয়নুদ্দিন ইউসুফজাই জানান, ‘বেঁচে থাকা ও মনোবল শক্ত রাখার জন্য যেসব শুভাকাঙ্ক্ষী মালালাকে সহায়তা করেছেন, তাঁদের সবাইকে ধন্যবাদ জানিয়েছে মালালা। ’
হাসপাতালের চিকিত্সকেরা জানান, মালালার শারীরিক অবস্থার ক্রমে উন্নতি হচ্ছে।
গত অক্টোবরে পাকিস্তানের সোয়াত উপত্যকায় তালেবানের হামলায় মালালা গুরুতর আহত হয়। উন্নত চিকিত্সার জন্য তাকে যুক্তরাজ্যে নেওয়া হয়। সোয়াতে তালেবান শাসনামলে মালালা নারীশিক্ষার অধিকার নিয়ে প্রচারণা চালিয়েছে।
বিবিসি উর্দুতে দিনলিপি লিখে সে আলোচনায় আসে। হামলার পর মালালার মঙ্গল কামনা করে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষ তাকে বার্তা পাঠায়
From : Prothom Alo ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।