তালেবানের হুমকির মুখেও যে কোনোদিন নারীশিক্ষা আন্দোলন থেকে পিছপা হয়নি, ভয় পায়নি এতটুকু, সেই মালালা ইউসুফজাই এখন শত্রুর গুলিতে আহত হয়ে হাসপাতালের বিছানায়। এ ঘটনায় নিন্দার ঝড় উঠেছে পাকিস্তানসহ বিশ্বব্যাপী।
এবার ১৪ বছরের কিশোরী মালালার জন্য কাঁদলেন এবং তাঁর জন্য গান উত্কর্ষ করলেন পপসংগীতশিল্পী ম্যাডোনা। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে এক কনসার্টে তিনি মালালার জন্য গানটি উত্সর্গ করেন। পাকিস্তানের পত্রিকা ‘ডন’ অনলাইনে আজ শুক্রবার এ তথ্য জানানো হয়।
‘দ্য হলিউড রিপোর্টার’-এ প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের সোয়াতে মালালা ইউসুফজাইয়ের গুলিবিদ্ধ হওয়ার খবরটি শুনে ম্যাডোনা কেঁদেছেন। ‘এই গানটি তোমার জন্য মালালা’ বলেই ম্যাডোনা ‘হিউম্যান নেচার’ গানটি গেয়ে শোনান।
ম্যাডোনা কনসার্টে তাঁর ভক্তদের উদ্দেশে বলেন, ‘১৪ বছর বয়সী ছাত্রী মালালা স্কুলে যাওয়ার জন্য ব্লগে লেখালেখি করে। তালেবানরা তার গাড়ি থামিয়ে তাকে গুলি করেছে। তোমরা কি বুঝতে পারো এটা কতটা বেদনাময়!’
এ সময় ৫৪ বছর বয়সী ম্যাডোনার এক ভক্ত ‘শিক্ষাকে সমর্থন করো, নারীদের সমর্থন করো’ বলে চিত্কার করতে থাকেন।
কনসার্টে থাকা শ্রোতা-ভক্তরা এ সময় তাঁকে সমর্থন জানান।
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের উত্তর-পশ্চিমে সোয়াত উপত্যকার মিংগোরা শহরে গত মঙ্গলবার স্কুলবাসে উঠে তালেবান জঙ্গিরা মালালাকে লক্ষ্য করে গুলি চালায়। একটি গুলি তার মাথায় লাগে। এ সময় আহত হয় তার আরও দুই সহপাঠী।
সোয়াত উপত্যকায় তালেবান জঙ্গিদের রক্তচক্ষু উপেক্ষা করে নারীশিক্ষার অধিকারের দাবিতে কাজ করাটাই কাল হয়েছিল কিশোরী মালালার।
দীর্ঘদিন ধরে তালেবান অকুতোভয় এই কিশোরীকে হত্যার হুমকি দিয়ে আসছিল। সুযোগ বুঝে গত মঙ্গলবার তালেবান জঙ্গিরা তার ওপর কাপুরুষোচিত হামলা চালায়। তালেবান এ হামলার দায়িত্ব স্বীকার করেছে। পরের দিন পেশোয়ারে সম্মিলিত সামরিক হাসপাতালে অস্ত্রোপচার করে তার দেহ থেকে গুলি বের করা হয়। তবে গতকাল বৃহস্পতিবার মালালা পুরোপুরি শঙ্কামুক্ত নয় বলে চিকিত্সকেরা জানান।
উন্নত চিকিত্সার জন্য তাকে রাওয়ালপিন্ডিতে নেওয়া হয়।
পাকিস্তানের আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক মেজর জেনারেল অসিম বাজওয়া আজ শুক্রবার বলেন, মালালার অবস্থা উন্নতির দিকে। তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। তবে পরবর্তী ৩৬ থেকে ৪৮ ঘণ্টা তার জন্য ঝুঁকিপূর্ণ। তিনি আরও বলেন, পাকিস্তানের বিশেষজ্ঞ চিকিত্সকদের একটি দল মালালার চিকিত্সা করলেও বাইরে থেকে দুজন বিদেশি চিকিত্সক পরামর্শ দিচ্ছেন।
তিনজন গ্রেপ্তার
মালালা ইউসুফজাইয়ের ওপর হামলায় জড়িত থাকার অভিযোগে তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে গত মঙ্গলবারের ওই হামলার প্রধান সন্দেহভাজন আতাউল্লাহ এখনো ধরা-ছোঁয়ার বাইরে আছেন।
সোয়াতের পুলিশ প্রধান গুল আফজাল খান আফ্রিদি আজ শুক্রবার বলেন, পুলিশ খুব শিগগিরই সোয়াতের সেনগুতা এলাকার বাসিন্দা আতাউল্লাহকে ধরতে সমর্থ্য হবে। তিনি বলেন, তিন অভিযুক্তকে গ্রেপ্তারের মাধ্যমে ভালো সূচনা করেছে পুলিশ।
এনডিটিভির খবরে বলা হয়, গ্রেপ্তার তিন জনের নাম-পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।
এমনকি তাঁরা কোন জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত কী-না, তা-ও এখনো জানা যায়নি।
এর আগে মালালার ওপর হামলায় জড়িত থাকার অভিযোগে পুলিশ ও বিভিন্ন নিরাপত্তা সংস্থার সদস্যরা উল্লেখযোগ্যসংখ্যক লোককে আটক করে। মালালার স্কুল বাসের চালককেও জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।