একজন বলেছিল
খারাপ লেখায় হিট বেশি! সেই লোভে লিখেছিলাম বুকের ওড়না। হয়ত খুব বেশি খারাপ হয়নি। তাই ব্যান খাইনি।এরপর আরেকটু বেপরোয়াভাবে কর্তৃপক্ষকে চ্যালেঞ্জ করতে, আদৌ তারা মডারেটর বসান কি না জানতে পর্ণোমুভি শিরোনামে একটি লেখা দিলাম। ফিরে এসে, অর্থাৎ হিট গুণতে এসে দেখি লেখাটি ব্যান!
অনেক ধন্যবাদ। সা.ইন.
যৌনতা ছড়িয়ে ব্যবসা বাড়ানোর ইচ্ছা থেকে সরে আসায়।
আসলে আমরা সবাই কমবেশি খারাপ এবং ভালো। সুযোগ পেলে খারাপ হই, সুযোগ পেলে ভালো থাকি।
আমাদের খারাপ প্রবৃত্তিকে উসকে না দিয়ে সরল সঠিক পথে ধরে রাখার চেষ্টা সা.ইন এর থাকবে চিরকাল, এই আশাই করি।
আমার ভুলটি ভেঙে দেওয়ার জন্য আমি সত্যিই কৃতজ্ঞ!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।