আমাদের কথা খুঁজে নিন

   

একজন শাশ্বত এবং ব্লগার বন্ধুরা....

montobbo@yahoo.com

অনেক দিন ধরেই ব্লগ পড়ছি। সবার লেখাই পড়ি। ভাল লাগে। হঠাৎ মনে হলো ব্লগ লিখবো না শুধু মন্তব্য করলে কেমন হয়? যে চিন্তা তা থেকেই একটা আইডি খুলে নিলাম এবং একটা ব্লগ লিখে বলে দিলাম এটাই আমার শেষ ব্লগ আমি আর ব্লগ লিখবো না শুধুই ব্লগ পড়বো আর মন্তব্য করবো। কিন্তু শাশ্বত-বিষয় নিয়ে যা দেখলাম মনে হলো একটা লেখা লেখা উচিত।

সুপ্রিয় ব্লগার বন্ধুরা আমি ব্লগে তেমন পুরোনো নয় আবার নতুনও নয়। শাশ্বতের জন্য ব্লগের বন্ধুরা যা করেছেন তা সত্যিই প্রশংসা যোগ্য। কিন্তু এর পর যা হচ্ছে তা প্রশংসা তো দূরে থাক পড়ার যোগ্যও নয়! আমি শাশ্বত বিষয়টিকে নিয়ে সবকটি ব্লগ এবং মন্তব্যকারী সবার মন্তব্য অনেক সময় নিয়ে পড়েছি। খুবই খারাপ লাগলো এ ধরনের আক্রমনাত্মক আক্রমন দেখে। আচ্ছা একবারও কি ভেবে দেখেছেন----শাশ্বত যদি এ বিষয়গুলো জেনে তাকে দেয়া চেকটা ফেরত দিয়ে বলে, আমার বাঁচার প্রয়োজন নেই।

আমি আপনাদের কাজ দেখে যা শিক্ষা পেয়েছি তাই অনেক। দয়া করে চেকটা ফেরত নিন। কি বলবেন তাকে?? যাক আমি যে বিষয়টির জন্য এ লেখাটি লিখেছি তা হচ্ছে---আমি যতটুকু দেখেছি শাশ্বতের বিষয়টি জটিল হওয়া শুরু হয় জনাব মামুন সাহেবের লেখা থেকে। সেখানে ব্লগার দীপুর মন্তব্য এরপরই শুরু হয় আসল কর্ম!! রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ব্লগার বন্ধুরা তাদের শিক্ষকের পক্ষে আবার কয়েকজন ব্লগার অন্য ব্লগারদের পক্ষে বিপক্ষে লেখা এটাই চলছিল। গতকাল আরো দুইজন ব্লগার আরো দুটি লেখা দেন।

যা নিয়ে কি হয়েছে মোটামুটি প্রায় ব্লগারই জানেন। যার এ মহান কাজের সাথে জড়িত ছিলেন সকল ব্লগারাই ব্লগে কেমন জনপ্রিয় তা বলার অপেক্ষা রাখে না। কিন্তু কষ্ট হয় যখন একটি বিষয়কে কেন্দ্র করে একে অন্যকে কি ধরনের আক্রমন শুরু করেন। আমার এ ধরনের কথা বলার কতটুকুই বা অধিকার রয়েছে তা জানিনা তবে আমার মনে হলো আমার মতো অনকে ব্লগারই এমনটি চায় যে বিষয়টি এবার মিটমাট হোক। অনেক ব্লগারই এ ধরনের ব্লগ গুলো পড়েন কিন্তু মন্তব্য করেন না।

কারন কি প্রয়োজন? গতকালই আবার দেখলাম একজন ব্লগার ব্লগ থেকে বিদায় নেয়ার ঘোষনাও দিয়ে ফেলেছেন। আমার প্রশ্ন হচ্ছে কেন? আপনারা কি নিজেদের ব্যাক্তিগত কারনেই এমনটা করছেন? দয়া করুন যে বিষয়টা এতদূর গিয়েছে সেটা এবার একটু বন্ধ করুন। একটি অনুরোধ জনাব মামুন সাহেব কে---আপনার একটি লেখা থেকে মনে হচ্ছে বিষয়টা এমন জটিল হয়ে গেছে। আপনি কয়েকদিন ব্লগ দেখছেন কিনা জানিনা। যদি দেখে থাকেন দয়া করে এ বিষয়টা সমাপ্ত করুন।

আপনি একজন বিশ্ববিদ্যালয় শিক্ষক। আপনার কাছ থেকে এটা আশা করাই যায়। প্লিজ দয়া করুন। ব্লগীয় পরিবেশটা আর নষ্ট হতে দেবেন না। আর অন্যান্য ব্লগারদের প্রতি অনুরোধ দয়া করে এ বিষয়টি নিয়ে আর কোন ব্লগ নয়।

সুপ্রিয় ব্লগার বন্ধুরা দয়া করে আমার মতো অনেক সাধারণ ব্লগারদের কথা একটু ভাবুন যারা আপনাদের লেখা পড়ার জন্য উম্মুখ হয়ে থাকে। দয়া করুন প্লিজ....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.