আমাদের কথা খুঁজে নিন

   

ভোটার তথ্য সংগ্রহ কেন্দ্র থেকে - ৩

আমি জবাব দিতে এসেছি, যারা জবাব চায়, তবে অবান্থর নয়।

আমি এইবার ছবিযুক্ত ভোটার তালিকার কার্যক্রমে তথ্য সংগ্রহের দায়ত্বে ছিলাম। তো বিচিত্র সব মজার এবং দুঃখের অভিজ্ঞতা অর্জন করেছি। ধারাবাহিক তা লিখে যাব। তো বন্ধরা শুরু করি।

রাত আটটা বাজতে কিছুক্ষণ বাকি। আমি একটি বাসায় ঢোকার পরেই বিদ্যুৎ মহাশয় প্রস্হান করল। মোমবাতি জ্বালানো হল। এত ছোট রুম। অস্বস্থি লাগছিল।

দুইটি রুম। প্রথম রুমের সাইজ ৫ফিট বাই ৫ফিট। একিট খাট এবং দুটি সোপা রাখা। খাটটি খুবই ছোট। ভিতরের রুমটি ৪ফিট বাই ৫ফিট।

এটার ভিতরে রান্নার কাজ এবং থাকা দুইই চলে। ঘরে তিনজন। মা, মেয়ে এবং মেয়েটির এক ছেলে। মেয়েটির ফরম পূরণের কাজ চলেছ। এরই ভিতর কথা চলছে।

এর পরের কথা শুনুন মেয়েটির জবানিতে। আমি একটি পাবলিক ইউনিভার্সিটি থেকে ইংরেজী বিষয়ে অনার্স, মাস্টার্স শেষ করে এক বিদেশী কোম্পানির কান্ট্রি ডিরেক্টর হিসেবে জয়েন্ট করি। ঢাকায় হেড অফিসের কাছাকাছি একটি বাসায় থাকতাম। এসি বাসা। এসি অফিস।

এসি গাড়ী। সবই কি সুন্দর চলে যাচ্ছিল। আমি বিবাহিত। ইনি আমার মা। আমার ভাই বোন আর কেউ নেই।

বাংলাদেশের একটি মোবাইল কোম্পানীর মালিকের চাচাতো বোন। পৈতৃক সূত্রে পাওয়া সম্পত্তি থেকে বঞ্চিত করা হয়েছে। মায়ের পিতার (নানার) সম্পত্তির প্রতি কোন লোভ ছিল না । নিজে নিজে মাকে নিয়ে ভালই চলছিলাম। তিনি এখন এমন অসুস্থ যে তাকে প্রতি মাসে দুবার ঢাকায় গিয়ে থেরাপি দিতে হয়।

চট্টগ্রাম থেকে যেতে হয়। হঠাৎ ই সব উলট পালট হয়ে গেল। চাকরি চলে গেল। স্বামীর কথা বলব না। (বুঝতে পারলাম উনি তাদের সাথে নেই)।

আমি চট্টগ্রামে চলে আসলাম। হঠাৎ খালি হাতে দিশেহারা অবস্থায় পড়ে গেলাম। নতুন চাকরির খুজতে যাব এরই মধ্যে আমার মা অসুস্থ, তাকে দেখা শুণা করতে হচ্ছে। নার্স রাখব সে রকম অবস্থা ও নেই। নতুন করে আরেক সমস্যা সামনে দাড়াল।

আমার ছেলেটি (বয়স ৮/৯ বছর) এই পরিবেশের সাথে আডজাস্ট হতে না পেরে এ্যাবনরমাল হয়ে গেল। এখন দুজন রোগী আমার ঘরে। আমি একলা মানুষ। ওদেরকে ঘরে রেখে কোথাও যেতে পারি না। উনার কথা শেষ হলো।

আমি জিজ্ঞেস করলাম আপনি এখন চলছেন কিভাবে। উনি বললেন জমানো যা ছিল তা থেকে খরছ করছি। আমি আবার জিজ্ঞেস করলাম এরপর কি করলাম। দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, "জানিনা"। ছেলেটির সাথে কথা বললাম।

কত নরম আদুরে কথা বলছে। অথচ কি অস্বাভাবিক এ জীবন তার জন্য। লক্ষ্যহীন পথচলা---------------------।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.