আমাদের কথা খুঁজে নিন

   

ভোটার রেজিষ্ট্রেশন ও ছবি তোলা এক অসহ্য যন্ত্রণা!

ভালবাসি প্রাণ প্রিয় মা ও জন্মভূমিকে

ভোটার রেজিষ্ট্রেশন ও ছবি তোলা এক অসহ্য যন্ত্রণা! সরকার ২৮ হতে ৩০টি সুযোগ-সুবিধা পাওয়া যাবে বলে জন সাধারণকে ভোটার রেজিষ্ট্রশন করতে উদ্ভুত করছে। এতগুলো সুযোগ-সুবিধা ও ভবিষ্যত যামেলা এড়ানোর জন্য গত পরশু গেলাম ভোটার রেজিষ্ট্রেশন কেন্দ্রে। কিন্তু গিয়ে দেখি এক পাশে ছবি তোলার জন্য বিশাল লাইন, অন্য পাশে রেজিষ্ট্রেশন করার জন্য কেউ নেই। অফিসে বসকে ফোন করে বলে দিলাম আসতে দেড়-দুই ঘন্টা লেট হবে। যাক কোন রকমে ভোটার রেজিষ্ট্রেশন ফরম পূরণ করলাম।

কিন্তু ছবি তোলার ডেট দিল ১৪ তারিখ। গতকাল মেজভাই ও ভাবি গেল ভোর ৬টায় ছবি তুলতে ছবি তুলার সুযোগ পেল ১২টায়। সারাদিন ঐখানেই শেষ। আজ ভোর ৬টায় আমার দুই ছোট ভাইকে পাঠালাম লাইন ধরার জন্য কিন্তু তারা গিয়ে দেখে তাদের সামনে কমপক্ষে ১০০-১৫০ লোক। তারা সাড়ে আটটা থেকে আমারে ফোন করল এভাবে চললে বিকালেও সুযোগ পাব কিনা বুঝা যাচ্ছে না।

কি করব অফিসে চলে এলাম। আমার প্রশ্ন সরকারকে এ জিনিষটি ভাবার দরকার মানুষ সবাই ভোটার হতে চায় তার ভবিষ্যত সুযোগ-সুবিধার জন্য। কিন্তু পদ্ধতিটা আরও সহজ করা দরকার। জনবল, দক্ষ কর্মী আরও বেশী নিয়োগ করা প্রয়োজন।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.