আমাদের কথা খুঁজে নিন

   

পটুয়াখালীতে ভোটার উপস্থিতি কম

দশম জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-১ (সদর, মির্জাগঞ্জ ও দুমকি) আসনে ১৪৪টি ও পটুয়াখালী-৩ (গলাচিপা ও দশমিনা) আসনে ৯৭টি কেন্দ্রে সকাল ৮টায় ভোট গ্রহন শুরু হয়েছে। তবে পটুয়াখালী পেৌর শহরের বেশীর ভাগ ভোট কেন্দ্র গুলোতে ভোটারদের তেমন উপস্থিতি লক্ষ্য করা যায়নি। ফলে কিছুটা অলস সময় কাটাচ্ছেন ভোট কেন্দ্রে নিয়োজিত নির্বাচন কর্মকর্তারা এবং প্রার্থীর প্রতিনিধি। এ দুই আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৮৫ হাজার ৮৩২।

এদিকে, জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ নির্বাচন বর্জন করার ঘোষণা দিলেও পটুয়াখালী-১ আসনে দলের মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার নির্বাচনে অংশ নিচ্ছেন। সকালে এ আসনে শহরের টাউন স্কুল সেন্টারে ভোট দিয়েছেন জেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতি খায়রুল আলম মামুন। এ সময় তিনি জয় সূচক 'ভি' চিহ্ন দেখিয়েছেন।

তবে সকাল সাড়ে ৮টার দিকে শহরের ৭৯ নং ডোনাভান সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা, পটুয়াখালী পৌর মেয়র ডা. মো. শফিকুল ইসলাম। সুষ্ঠু নির্বাচন সম্পন্ন হলে শতভাগ জয়ের ব্যাপারে আশাবাদী তিনি।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.