পত্রিকা পড়ার সময় কিছু কিছু খবরে চোখ আটকে যায়। চিন্তাশক্তি লোপ পেয়ে যায়। নিজেকে একজন স্বাধীন সার্বভৌম দেশের সভ্য নাগরিক ভাবতে লজ্জা হয়। এদেশে খূন, ধর্ষণ, যৌতুকসহ নানাবিধ কারণে বিভিন্ন কৌশলে নারী নির্যাতন, ছিনতাই, ঘুষ কেলেঙ্কারির মতো ঘটনা এত স্বাভাবিকভাবে ঘটে যে, মাঝে মাঝে ভাবি- আমরা কি আসলেই স্বাধীন? আমরা কি আসলেই একটি স্বাধীন দেশের নাগরিক? আমার এই চিন্তার কারণ যতটা না উপরোক্ত ঘটনাসমূহ, তার চেয়েও বেশি ওইসব ঘটনা ঘটনপটিয়সীদের নিয়ে। সমাজের বখে যাওয়া লম্পটেরা এহেন কাজ করবে বা করতে পারে এটা স্বাভাবিক। কিন্তু ভদ্রতার মুখোশধারী সমাজ-রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে আসীন থেকে এ ধরনের কাজ যারা করে তারা আসলে কি মানুষ! যদি মানুষই হবে তাহলে কীভাবে কেন পুলিশ স্টেশনে আশ্রিতা কিংবা অসুস্থ স্বামী বা ভাইকে নিয়ে মেডিকেলে অসহায় কোনও মা-বোনের শ্লীলতাহানি হয়? যতবার এ প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছি, ততবারই জট পাকিয়ে ফেলেছি। যদি আপনাদের কারও কাছে এর সঠিক জবাব থেকে থাকে তবে দিবেন। একইসঙ্গে সমাজের একজন সচেতন নাগরিক হিসেবে প্রথমে আপনার পরিচিতজনদের এবং পর্যায়ক্রমে অন্যদের বোঝাতে চেষ্টা করুন, যাদের ওপর জুলুম করা হচ্ছে তারা আসার আপনার মতো কারও মা-বোন-ভাই।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।