মোস্তফা সরয়ার ফারুকী এখন সামহোয়ারে ব্লগিং করেন,সুস্বাগতম শুভেচ্ছা স্বাগতম। এখনও প্রথম পাতায় এক্সেস পান নাই,পান নাই বলে তিনি কষ্টে আছেন, আমরাও কষ্টে আছি। এসেই তিনি একটা ছড়া লিখেছেন দিশা বেদিশা মিলিয়ে, কোন বাচ্চা এটা লেখলে বলতাম ভাল হৈছে,ফারুকী বলে কথা,ভাল হৈছে না এটা বলি ক্যামনে?
এরপর দিলেন ওয়ারিদের বিজ্ঞাপনগুলা কেমন হইছে মতামত দেন। পাবলিক মতামত দিল,আমিও দিলাম। এক জায়গায় আমি জানতে চেয়েছিলাম, আপনার করা ভাই বোনের বিজ্ঞাপন ভাল লেগেছিল বোনের চরিত্র যিনি করেছেন তার নামটা একটু জানাবেন।
ফারুকী সাহেব উত্তর দিলেন না। আবার জানতে চাইলে তিনি বললেন,এই ব্লগ সাইটটা মারাত্মক এখানে তিলকে তাল করা হয় তাল থেকে পারমানবিক বোম হয়, নাম ধাম বলে বিপদে পরতে (বিপদ পরার জিনিস কবে থিক্যা হইল?)চাচ্ছি না।
আমি বুঝতে পারছিলাম না একজন পারফর্মারের নাম বলতে সমস্যা কি?অথচ এটা কোন একটা ম্যাগাজিনে ফারুকীর মুখ থেকেই ওই পারফর্মারের নামটা জেনেছিলাম, পরে ভুলে গিয়েছিলাম। আবার জানতে চাইলে তিনি বললেন নামটা ভুলে গেছেন। ওনার নিজের ফাটিয়ে ফেলা বিজ্ঞাপনের ভুলে যাওয়ার কথা না তারপরও ভুলে গেলে কি আর করা,ফারুকী বলে কথা।
ক্যারাম নামে ফারুকীর একটা টেলিফিল্ম আছে। আমি ভুল মন্তব্য করেছিলাম, আপনি ক্যারামের মত আরেকটা নাটক লেখেন না কেন? তিনি উত্তর দিলেন না। আবার জানতে চাইলে তিনি বললেন ক্যারাম লিখেছেন আনিসুল হক,এই রিকোয়েস্টটা তাকে করেন।
আমার আক্কেল গুড়ুম,আসলে ক্যারাম রচনা করেছেন কচি খন্দকার।
'অ আ ক খ গ
আমি ভাই পুরা থ।
'
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।