আমাদের কথা খুঁজে নিন

   

তাহাদের একটু আক্কেল দরকার......

nirobpothik_bd@yahoo.com

শুরু হইয়া গিয়াছে বর্ষাকাল...রাজধানীর গাছপালা হইতে শুরু করিয়া রাস্তাঘাটগুলিও গোসলের জন্য আকুপাকু করিতেছে....পরে বর্ষাকালের একটু দয়া হইয়াছে...তাহারপর আর কি....সারাদিনই একটু একটু বৃষ্টি আসিয়া সবাইকে ভিজাইয়া দিয়া যায়...যাহা হোক আমি সেই প্রসঙ্গে যাইতেছি না...আমাদের প্রিয় রাজধানী ঢাকা শহরের বেশ কিছু বৈশিষ্ট রহিয়াছে...যেমন একটু বৃষ্টি হইলেই রাস্তায় নদীর সৃষ্টি হইয়া যায়...যেখানে সুন্দর করিয়া নৌ-ভ্রমন করা সম্ভব হইবেক....ইহার পাশাপাশি বিভিন্ন রাস্তায় ছোট ছোট নানা গর্ত রহিয়াছে যেখানে বৃষ্টি হইলে পানি জমিয়া যায়....এই সময়ে কিছু গাড়ির চালকরা অতি স্মার্ট হইয়া আশেপাশে কোনদিকে না তাকাইয়া নিজের ইচ্ছামত জোরে গাড়ি চালাইয়া যান...যার ফলে আশপাশ দিয়ে হাঁটিয়া যাওয়া সাধারণ মানুষজনদের পরিধেয় কাপড় নষ্ট হইয়া যায়...কিন্তু এই দিকে উনাদের (ড্রাইভার) নজর দেওয়ার সময় কোথায়??কথা হইতেছে গাড়ির মালিককূল ইচ্ছে করিলেই ড্রাইভার মহোদয় কে বলিয়া দিতে পারেন যাতে করিয়া বৃষ্টির এই সময়ে ধীরে ধীরে গাড়ি চালায়....এবং আশপাশে মানুষজন নিরাপদে হাঁটিতে পারে....কিন্তু তাহাদের মনে লয় এই টুকু আক্কেল হয় না....তাহারা হয়ত মনে করিয়া থাকেন আমরাই রাজা....আশেপাশে যাহাদের গাড়ি নাই তাহারা আবার কে এ রাজত্বে...??

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।