পরিবর্তনের জন্য লেখালেখি
মাথার ভিতর বেধেছে বাসা মৃত স্বপ্নের চিন্তা কৃমি
বলছে লোকে এই ছেলেটা টানছে গাঁজা , নয়ত প্রেমী
আমার ভিতর লাশের গন্ধ , বোতল ভরা সুগন্ধী কই ?
পারছি না তো রুখতে পচন ; বুকের গহন আবেগ অথৈ
নিত্য পোড়াই আগুন কাঠি জ্বালিয়ে অমল কণ্ঠনালী
ফুসফুসেতে ফুঁসিয়ে ওঠে পিছন কথার খড় বিচালি
মনের ক্ষেতে বর্গা দিয়ে চাষ হয়েছে কষ্ট শস্য
চোখ দুটো তার পোষ মানেনি , জল ফোটারা আজকে পোষ্য
কেউ জিজ্ঞাসে , "কি ব্যথা তোর ? এমন কেন দুঃখ অতল?"
হেসেই দেব জবাব, "আমার দেশের মাথায় সাপের ছোবল !"
যেই নেকড়ে , শকুন মিলে খুবলে খেলো মায়ের শরীর
আজকে তারা ন্যায়ের প্রতীক , স্বাধীনতার বিশুদ্ধ বীর!
যোদ্ধা নিলো ভিখের থালা , কেউ মরলো নিরব বিষে
রাজায় রাজায় নাড়ছে কাঠি, শত্রুর মুখ যাচ্ছে মিশে ।
আজকে কালো সাদারা নেই, ছাই রঙা সব বাঙাল মুলুক
তত্ত্বে তথ্যে দিচ্ছে বেঁধে স্বদেশ প্রেমের নিয়ম -সুলুক।
গাঢ় সবুজ , সাদায় মিশে জলপাই রঙ নিচ্ছে গায়ে
সোনার বাংলা রক্তলালে পড়ছে নুয়ে বুটের ঘায়ে
চান- তারা'দের হাতে এখন কাস্তে ,নৌকো, লাঙল জমা
আমার ছেলে , আমার মেয়ে, আর কি আমায় করবে ক্ষমা ?
জানবে যখন দাদা -নানার রক্ত বেঁচে আজকে আমি
বিশ্বায়নের সফল মানব , ভীষন রকম শান্তিকামী!
প্রথম বিশ্বে দাপিয়ে বেড়াই নৈতিকতার বিশ্ব দন্ড
তিরিশ লক্ষ কবর জানে , কে মানুষ আর কে ভন্ড !
অতীত যারা ভুলতে বলে , হয়ত তারা উন্নতি চায়
দুই লক্ষ আর্তনাদে তাও যে আমার ঘুম ভেঙে যায় !
একুশ , পচিশ , চৌদ্দ তারিখ , দুমড়ে যাওয়া কোরান হাতে
লা ইলাহা ... ... কন্ঠভেদী টুকরো করার খেলায় মাতে
আমার সফেদ পাঞ্জাবীতে আতর কোথায় ? গন্ধ মাটির ,
পিঠ ফেরালেও মগজ খোঁচায় বেয়োনেট আজ শত্রু ঘাঁটির ।
প্রবাস রোদে যতটা পথ হেঁটেছি আজ, আগামী কাল ;
সবল পেশী নিঙড়ানো জল ফোটায় আমার গন্ধ বাঙাল !
"শত্রু তুমি পালাও!" , নয়ত খাচ্ছি আমি কসম কাবা'র
একাত্তুরের সব হাতিয়ার গর্জে উঠবে আবার; আবার।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।